West Bengal Live Update: নৈহাটিতে ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর ২ ঘণ্টার বৈঠক ঘিরে জল্পনা
West Bengal Live News Update: জেলা থেকে শহর, কোথায় কী হচ্ছে? দেখে নিন লাইভ আপডেট
LIVE

Background
কলকাতা: বালি পাচারের তদন্তে আসানসোলে তল্লাশি চালাচ্ছে ED। বালি ব্যবসায়ী মণীশ বাগাড়িয়ার বাড়িতে, অফিসে তল্লাশি। আনা হল টাকা গোনার মেশিন। ED-র টিমে রয়েছেন ১০ থেকে ১২ জন আধিকারিক। বাড়িতে নেই মণীশ বাগাড়িয়া, ব্যক্তিগত কাজে দমদমে গেছেন বলে খবর সূত্রের। মণীশ বাগাড়িয়া সরকারি টেন্ডারপ্রাপ্ত ব্যবসায়ী হলেও, ব্যবসাতে অস্বচ্ছতা রয়েছে, সন্দেহ ED-র। ৩ বছর ধরে বালির ব্যবসাতে যুক্ত মণীশ বাগাড়িয়া, তাঁর বেশ কয়েকজন পার্টনারও রয়েছেন।
বালি পাচারের তদন্তে ফের ঝাড়গ্রামে ED-র হানা। লালগড়ের সিজুয়ায় সৌরভ রায়ের বালি খাদানের ম্যানেজারকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ED। খাদানের সামনে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ডাম্পারগুলো খালি করা হয়। ED সূত্রে খবর, এই অফিসে প্রচুর বহিরাগতদের আনাগোনা ছিল। তদন্তকারীদের আসার খবর পেয়েই সবাই পালিয়েছে, দাবি ED-র। গোপীবল্লভপুরে সৌরভ রায়ের বাড়িতেও যায় ED। জিডি মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিসে তল্লাশি শেষ ED-র। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতায়ও অভিযান ইডির। বেন্টিঙ্ক স্ট্রিটে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনোজ আগরওয়ালের অফিসে তল্লাশি ইডির।
বর্ষা বিদায় নিলেও সপ্তাহান্তে ফের বৃষ্টি? ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হাল্কা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের অভিমুখ রয়েছে লাক্ষাদ্বীপ ও কর্ণাটকের দিকে।
শুভেন্দু অধিকারীর মুখে ফের 'রাষ্ট্রপতি শাসন'! 'SIR না হলে ভোটার তালিকা তৈরি হবে না'। 'ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না'। 'ভোট না হলে ২০২৬ সালের ৪ মে রাত বারোটার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে', SIR নিয়ে ফের হুঙ্কার বিরোধী দলনেতার। 'SIR-এর পর ভুয়ো ভোটার থাকবে না'। 'কোনও অনুপ্রবেশকারী থাকবে না'। 'এসআইআর সেমিফাইনালে পিসি-ভাইপো ভো-কাট্টা'। 'নো এসআইআর, নো ভোট, ফের হুঙ্কার বিরোধী দলনেতার।
রাজ্যে SIR জল্পনার মধ্যেই এবার ভোটার তালিকায় 'পাকিস্তানের নাগরিক'! নৈহাটি বিধানসভায় ভোটার লিস্টে পাকিস্তানের নাগরিক, অভিযোগ অর্জুন সিংহর। স্ত্রী পাকিস্তানি এবং নৈহাটি বিধানসভার ভোটার, স্বীকারোক্তি স্বামী মহম্মদ ইমরানের। নৈহাটির ২৩ নম্বর এ টি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নাম ভোটার তালিকায়। ১১৫ নং পার্টে ভোটার লিস্টে করাচির বাসিন্দা সালেহা ইমরানের নাম। পাসপোর্ট। ভিসা বাতিল হয়ে গিয়েছে, নাগরিকত্বের আবেদন করেও পাননি, দাবি স্বামীর । তৃণমূলের মদতেই ভোটার তালিকায় নাম উঠেছে, আক্রমণ অর্জুন সিংহের। ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব নির্বাচন কমিশনের, পাল্টা তৃণমূল।
Accident: উত্তর কলকাতার নিমতলা ঘাটে দুর্ঘটনায় আহত হলেন ৪জন
উত্তর কলকাতার নিমতলা ঘাটে দুর্ঘটনায় আহত হলেন ৪জন। আজ সকালে অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে যান। ঘাটের কাছেই গাড়ি পার্ক করা ছিল। আচমকা সেই গাড়ি গড়িয়ে জলে পড়ে যায়। সেই সময়ে ঘাটের কাছে শুয়ে ছিলেন ৪ জন। তাঁদের উপর দিয়ে গাড়ি চলে যায়।
West Bengal News: দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ!
দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ! তালিকায় ক্যানসারের চিকিৎসার ট্য়াবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ।






















