SIR West Bengal: আজই আপনার ঘরে পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম! বাড়িতে না থাকলে কী হবে?
West Bengal SIR: এখন প্রশ্ন হল যে বাড়িতে কেউ থাকবে না, সেই বাড়িতে কী হবে?

কলকাতা: মঙ্গলবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন BLO-রা। এরই মধ্যে, BLO কিট ও ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বুথ লেভেল অফিসারদের একাংশ।
রাজ্যে শুরু হয়ে গেছে SIR। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। তার আগে, সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন BLO-রা।
আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন, দক্ষিণ কলকাতার ৬টি বিধানসভা কেন্দ্রের ১ হাজার ৮০০ জন বুথ লেভেল অফিসার। ফর্মে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, এপিক নম্বর, এইসব থাকছে। ফর্ম জমা দেওয়া, ভোটারদের কাছে দেওয়া এবং সেটা তোলার ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। ১১ নভেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে ভোটারদের। তারপর সেটাকে রিসিভ করবে বিএলও-রা ।
এখন প্রশ্ন হল যে বাড়িতে কেউ থাকবে না, সেই বাড়িতে কী হবে? এক বুথ লেভেল অফিসার জানান, 'একটি বাড়িতে ৩ বার যেতে বলা হয়েছে। তারপরও যদি না পাওয়া যায়, তখন আমাদের ওখানে লিখে রেখে আসতে হবে, যে, পাওয়া যায়নি।'
কীভাবে কাজ করবেন বিএলও-রা?
যে যে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হল, তাদের নাম লিপিবদ্ধ করতে হবে।
বিএলও-অ্যাপের ট্রেনিং দেওয়া হয়েছে। ইলেক্টরদের নাম আছে। ২০০২ এর সঙ্গে তা ম্যাচ করে দেখা হবে।
সবটা হয়ে গেলে সেটা BLO অ্যাপে আপডেট করে দিতে হবে।
যখনই সেটা অ্যাপে আপডেট করে দেওয়া হবে, তখনই গোটা বিষয়টা BLO থেকে শুরু করে, কমিশনের আধিকারিকরা সবটা দেখতে পাবেন।
এদিকে, মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে পার্টি অফিসে CAA সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বিজেপি। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে 'CAA' সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রগুলি খোলা হবে বিজেপির জেলা ও মণ্ডল কার্যালয়ে। যদিও বিজেপির CAA সহায়তা কেন্দ্র নিয়ে কটাক্ষ শানিয়েছে তৃণমূল।
অন্যদিকে, SIR-এর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর শাসক দল DMK। মামলা দায়ের DMK-র সাংগঠনিক সভাপতি আর এস ভারতীর। SIR-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের। নির্বাচন কমিশনের ২৭ অক্টোবরের SIR বিজ্ঞপ্তি বাতিলের আর্জি। 'SIR-এর বিজ্ঞপ্তি বাতিল না হল লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাবেন। ভোটাধিকার হারালে জনপ্রতিধিনি নির্বাচনের ক্ষমতাও হারাবেন। বিজ্ঞপ্তি বাতিল না হলে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন হবে না, মামলায় দাবি DMK-র।























