Sourav Ganguly Health Update : ' সৌরভের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক', আর কী জানানো হল মেডিক্যাল বুলেটিনে?
Woodlands Hospital In Medical Bulletin : সকালে স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন সৌরভ। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তবে সর্দি রয়েছে।রয়েছে শরীরে অস্বস্তিও।
কলকাতা : কেমন আছেন করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ? দুপুরে বিবৃতি দিল উডল্যান্ডস হাসপাতাল । জানানো হল -
- ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- রক্তে অক্সিজেনের মাত্রা একেবারে ঠিক আছে । ৯৯ এর আশেপাশে অক্সিজেন স্যাচুরেশন
- নতুন করে জ্বর আসেনি।
- রাতে ভাল ঘুমিয়েছেন।
- সকালে স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন সৌরভ
- রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তবে সর্দি রয়েছে।
- রয়েছে শরীরে অস্বস্তিও।
আরও পড়ুন :রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ, বিদেশে না গিয়েও সংক্রমিত ৪!
এছাড়াও সূত্রের খবর, - মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে।
- দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন।
- কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না।
- কাল ওমিক্রন-রিপোর্ট আসার সম্ভাবনা
- ওমিক্রন-রিপোর্ট দেখে বাড়ি ফেরা নিয়ে সিদ্ধান্ত।
- ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
বুধবার সকালে কলকাতা পুরসভার তরফে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও অফিস স্যানিটাইজ করা হয়। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানান, সৌরভের মৃদু উপসর্গ রয়েছে। বিসিসিআই সভাপতির ভাইরাল লোড ছিল ১৯ পয়েন্ট ৫। সৌরভের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়।
বছরের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে ব্লকেজ ধরা পড়ে। ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। সৌরভের ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়। কিন্তু, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হার্টে আরও দুটি স্টেন্ট বসানো হয়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সৌরভ। কিন্তু, বছর শেষে আবার তিনি করোনা আক্রান্ত হলেন। পরিবার সূত্রের খবর, ফোন করে, করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের তরফেও, BCCI প্রেসিডেন্টের বিষয়ে খোঁজ নেওয়া হয়। সৌরভকে SMS করে, তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন অমিতাভ বচ্চনও।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )