South 24 Paragana : ঋণে না, কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধরের অভিযোগ ! কাঠগড়ায় ২ সিভিক ভলান্টিয়ার
South 24 Paragana : প্রথমে ধাক্কা, তারপর সপাটে চড়। প্রায় মিনিট তিনেক ধরে মারধর
জয়দীপ হালদার, ঢোলাহাট : ঋণের আবেদন মঞ্জুর না করায়, দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ রায়পুরে কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধর। ম্যানেজারকে গালিগালাজের অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজনের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রথমে ধাক্কা, তারপর সপাটে চড়। প্রায় মিনিট তিনেক ধরে মারধর। ব্যাঙ্কে ঢুকে ক্যাশিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে ঢোলাহাট থানার দুই সিভিক ভলান্টিয়ার রউফ বৈদ্য ও সাবির বৈদ্যের বিরুদ্ধে।
আরও পড়ুন ; "Say No To Corruption", দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ব্যাজ ব্যারাকপুরের পুলিশকর্মীদের
এই ছবি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুর কৃষি সমবায় ব্যাঙ্কের। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবসার জন্য ঋণ চাইতে দলবল নিয়ে এসেছিলেন ঢোলাহাট থানার দুই সিভিক ভলান্টিয়ার।
এই মুহূর্তে ঋণ দেওয়া যাবে না বলায়, প্রথমে ম্যানেজারকে গালিগালাজ করা হয়। তারপর শুরু হয় ক্যাশিয়ারকে মারধর।
দক্ষিণ রায়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ক্যাশিয়ার সুমন জাটুয়া বলেন, দুই সিভিক ভলান্টিয়ার এসেছিলেন ব্যবসার জন্য লোন নিতে। আমাদের এখন ওভারডিউ থাকায় লোন দেওয়া হচ্ছে না। সেটা জানাতেই গালিগালাজ করছিল। আমি বলি, সরকারের লোক হয়ে কেন করছ। তারা না বুঝে গেট বন্ধ করে দেয়। সঙ্গে থাকা দুষ্কৃতীরা মারে, মোবাইল ভেঙে দেয়।
অন্যদিকে দক্ষিণ রায়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার আবির নিয়োগী বলেন, অনভিপ্রেত ঘটনা। একজন সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে এটা আশা করা যায় না। এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।
কৃষি সমবায় ব্যাঙ্কের তরফে ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার SP জানিয়েছেন, ব্যক্তিগত ঋণ নিতে গিয়ে গন্ডগোল বাধে। অভিযোগ হয়েছে, তদন্ত চলছে।
সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির অভিযোগ নতুন নয়। এবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটেও সেই একই অভিযোগ উঠল।