Barrackpore Police Commissionerate : "Say No To Corruption", দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ব্যাজ ব্যারাকপুরের পুলিশকর্মীদের
Say No To Corruption : ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ ২১টি থানার পুলিশকর্মীরা সপ্তাহে একদিন করে এই ব্যাজ পরছেন
সমীরণ পাল, ব্যারাকপুর : দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেট। কমিশনারেটের অধীনস্থ প্রত্যেক থানায় পুলিশকর্মীরা (Police) সপ্তাহে একদিন করে পরছেন বিশেষ ব্যাজ। কমিশনারেটের সিপি জানিয়েছেন, নাগরিকদের কাছে পুলিশের সম্পর্কে ইতিবাচক মনোভাব তুলে ধরতে এমন উদ্যোগ।
দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বনগাঁয় (Bongaon) দমকলের স্টেশন অফিসারকে। দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিতে এবার অন্যরকম পদক্ষেপ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। প্রতি সপ্তাহের সোমবার বিশেষ ধরনের ব্যাজ (Special type of Badge) পরছেন পুলিশকর্মী থেকে সিভিক ভলান্টিয়াররা। তাতে বার্তা দেওয়া হয়েছে, Say no to Corruption অর্থাৎ দুর্নীতিতে না।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) অধীনস্থ ২১টি থানার পুলিশকর্মীরা সপ্তাহে একদিন করে এই ব্যাজ পরছেন। ব্যাজে বার্তা দেওয়া হয়েছে, দুর্নীতি দমন করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার।
আরও পড়ুন ; স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা ? ইবি-র অভিযানের আগেই পলাতক মালিক
মাসখানেক আগে, এক ব্যবসায়ীর থেকে সোনা কেড়ে নেওয়ার অভিযোগে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বেলঘরিয়া থানার ৮ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছিল। এই প্রেক্ষাপটে দুর্নীতি-রোধের বার্তা দিল কমিশনারেট। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি মনোজ বর্মা বলেন, মানুষের কাছে বার্তা যাবে, বুঝতে পারবে কতটা স্বচ্ছতা আছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। এর এটা একটা ভিসিবল মেসেজ আছে।
এদিকে দুর্নীতির বিরুদ্ধে পুলিশের ব্যাজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, পুলিশের কী ভাবমূর্তি সবাই জানে। এসব করে কিছু হবে না।
অন্যদিকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক বলেন, পুলিশ ভাল করছে এধরনের ব্যাজ পরছে, খুব ভাল উদ্যোগ।