Gun Recover: কলকাতার কাছেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, ১৪৫ রাউন্ড কার্তুজ! চাঞ্চল্য এলাকায়
Kolkata Gun Recover: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নরেন্দ্রপুরের খেয়াঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: কলকাতার (Kolkata) কাছেই আগ্নেয়াস্ত্র ও ১৪৫ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) নরেন্দ্রপুর (Narendrapur) থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Police)।
ঠিক কী হয়েছে?
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নরেন্দ্রপুরের খেয়াঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ১৪৫ রাউন্ড কার্তুজ। ওই ব্যক্তির বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বাড়ি কসবায়। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও অত কার্তুজ নিয়ে ধৃত ব্যক্তি খেয়াঘাট এলাকায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, সম্প্রতি হুগলিতেও পুলিশি অভিযানে হুগলির রিষড়ায় ধরা পড়েছিল অত্যাধুনিক বেআইনি আগ্নেয়াস্ত্র। দেশি বোমা, বন্দুকের পরে এবার ইমপ্রোভাইজড মেশিন গান উদ্ধার হয়েছিল সেখান থেকে।
আরও পড়ুন, হাওড়া স্টেশনে নেমেই সর্বস্ব লুঠ ! বিশ্বাস করে সব খোয়ালেন বৃদ্ধ দম্পতি
জেলায় জেলায় অস্ত্র উদ্ধার
উত্তর থেকে দক্ষিণবঙ্গ - পুলিশি অভিযানে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। এক ব্যক্তির ডেরায় হানা দিয়ে ইমপ্রোভাইজড মেশিন গান উদ্ধার করে পুলিশ। সঙ্গে ম্যাগাজিন আর কার্তুজ। ৩ রাউন্ড তাজা কার্তুজ-সহ গ্রেফতার করা হয় গোবিন্দ দাস নামে সৌমেন্দুর এক সঙ্গীকেও। এই প্রেক্ষাপটেই হুগলির চন্দননগর কমিশনারেট চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে।
গত ১৫ দিনে শুধু শ্রীরামপুর জোনেই উদ্ধার হয়েছে ৩৬টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয়েছে ৪২ জনকে। অস্ত্র আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ভয়াবহ হত্যাকাণ্ডের পরে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জেলা জেলায় অভিযান চলছে।