South 24 Paraganas News: বাড়ি ফেরার পথে বাইকে ধাক্কা ট্রাকের, মৃত্যু দুই ভাইয়ের
South 24 Paraganas Road Accident: কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএকটি ট্রাক তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
![South 24 Paraganas News: বাড়ি ফেরার পথে বাইকে ধাক্কা ট্রাকের, মৃত্যু দুই ভাইয়ের South 24 Paraganas Road accident two brother died as truck hits their bike at Kulpi South 24 Paraganas News: বাড়ি ফেরার পথে বাইকে ধাক্কা ট্রাকের, মৃত্যু দুই ভাইয়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/3b071bf439c006233a681a3857c13d06_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল দুই ভাইয়ের (Two Brothers)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার কচুবেড়িয়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২ টা নাগাদ হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএকটি ট্রাক তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে জানায়। সুজয় ও বিজয় সম্পর্কে খুড়তুতো ভাই। অন্যদিকে ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি দেহ দুটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকবিহ্বল পরিবার। একই পরিবারের দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তাঁরা।সমগ্র এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল দুই বাইক আরোহীর। ৩৫ নং জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল দুই তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছিল বনগাঁ শহরের বকশিপল্লী এলাকায়। শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে বক্সিপল্লী পেট্রলপাম্প এর সামনে যশোর রোডের উপর। দিনের শেষে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন বিদ্যুৎ দফতরে কর্মরত ওই দুই যুবক। দুজনেই বনগাঁর বিদ্যুৎ দফতরের অফিসে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও দুই সহকর্মী কাজ শেষে একই স্কুটিতে করে একসঙ্গে ফিরছিলেন বাড়িতে। মৃত দুই যুবক হলেন বছর ৩১- এর আশিক দাস ও বছর ৩৩-এর রাজু দাস। ফেরার পথে একটি ১০৭ গাড়ির সঙ্গে তাঁদের স্কুটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান দীনবন্ধু নগরের বাসিন্দা আশিক দাস। তাঁর সহকর্মী গোবরডাঙার বাসিন্দা রাজু দাস বনগাঁ মহাকুমা হাসপাতালে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)