South 24 Parganas: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন জের, বঙ্গোপসাগরে আটক বাংলাদেশি ট্রলার
South 24 Parganas News Update: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) বঙ্গোপসাগরে (Bay of Bengal) ভারতীয় জল সীমানায় ঢুকে পড়ে দুটি বাংলাদেশি ট্রলার। বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনী।
জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায়, বঙ্গোপসাগরে (Bay of Bengal) আটক বাংলাদেশি ট্রলার। গ্রেফতার ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবী (Fisherman)। পুলিশ সূত্রে খবর, গতকাল বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে দুটি বাংলাদেশি ট্রলার (Trawler of Bangladesh)। সেইসময় বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। তাড়া করে ট্রলারদুটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার (Frazerganj Coastal Police Station) পুলিশ ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবীকে গ্রেফতার করে। ধৃত মত্স্যজীবীরা বাংলাদেশের পটুয়াখালি জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
গত সেপ্টেম্বর মাসে কাঁথির পেটুয়াঘাট থেকে মাছ ধরতে যায় একটি ট্রলার। পরে প্রপেলার খারাপ হয়ে বিকল হয়ে যায় একটি ট্রলারটি। দিঘা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে সাগর দ্বীপের কাছে উত্তাল ঢেউয়ের ধাক্কায় ' মা শীতলা' নামে একটি ট্রলারের প্রপেলার ভেঙে যায়। নিখোঁজ হন বেশ কয়েকজন মৎস্যজীবী। সমুদ্র এতটাই অশান্ত ছিল যে, ট্রলারটি প্রায় ডুবে যাচ্ছিল। এমনকি, পাশাপাশি যে সব ট্রলার ফিরছিল তারাও বিপদগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে মৎস্য দফতর। ট্রলারটির নাম, জিপিএস লোকেশন পাঠিয়ে দেয় উপকূলরক্ষী বাহিনীর হলদিয়া দফতরে। পরে, উপকূলরক্ষী বাহিনীর টহলরত একটি জাহাজ গিয়ে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসে। গতকাল রাতেই তাদের বাড়ি পাঠিয়ে দেয় উপকূলরক্ষীবাহিনী।
এদিকে অস্ত্র, গুলি-সহ খুনে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামে অভিযান চালায়। গ্রেফতার করে আব্দুর রহমান হালদার ও মিজানুর রহমান হালদার নামে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’ জন মাসকয়েক আগে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত। খুনের পর থেকেই তারা ফেরার ছিল।