South 24 Parganas: চতুর্থীর দিন হারিয়ে গিয়েছিলেন, হ্যাম রেডিওর সাহায্যে ৮ দিন পর বাড়ি ফিরলেন বৃদ্ধা
এক মায়ের বিসর্জন হলেও, আরেক মা ঘরে ফিরলেন...
রঞ্জিত হালদর,বিষ্ণুপুর(দক্ষিণ ২৪ পরগনা): চতুর্থীর দিন বাড়ি থেকে বেরিয়ে বিপত্তি। ঠিকানা ভুলে যাওয়ায় বাড়ি ফিরতে পারেননি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর আমতলার বৃদ্ধা। সেই বৃদ্ধা ফের তাঁর পরিবারকে ফিরে পেলেন, ৮ দিন পরে। সৌজন্যে হ্যাম রেডিও।
ভুলে গিয়েছিলেন বাড়ির ঠিকানা। স্পষ্টভাবে বলতে পারছিলেন না কোনও কিছুই। পুজোটা কেটেছে ভবঘুরেদের জন্য তৈরি আস্তানায়। শেষপর্যন্ত উমার বিসর্জনের পর ঘরে ফিরলেন আরেক মা। হারানো ঠিকানা খুঁজে দিল হ্যাম রেডিও।
গোটা দুর্গা পুজোটাই মায়ের জন্য উদ্বেগ, উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে লক্ষ্মীপুজোর আগে মা শান্তিকে ফিরে পেয়ে খুশি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা রঞ্জন নস্কর। বৃদ্ধার ছেলে বললেন, মা মিসিং ছিল। হ্যাম রেডিও মারফৎ ছবি দেখে চিনতে পারি। ৯ তারিখ হারিয়ে যান। ৮ দিন পর ফিরে পেলাম।
রবিবার সোনারপুর থানায় ছেলের হাতে তুলে দেওয়া হয় মা-কে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন ৭৯ বছরের বৃদ্ধা।
আরও পড়ুন: ১২ বছর পর ছেলের কাছে হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিও
পুলিশ সূত্রে খবর, চতুর্থীর দিন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেন বৃদ্ধা। এক রিক্সাচালক তাঁকে নিয়ে আসেন থানায়। ঠিকানা বলতে না-পারায় বৃদ্ধার ঠাঁই হয় রাজপুর-সোনারপুর পুরসভা পরিচালিত নিবেদিতা ভবনে।
এরপর হ্যাম রেডিওর মাধ্যমে জেলাজুড়ে শুরু হয় খোঁজ। তাতেই আসে সাফল্য। সন্ধান পাওয়া যায় ছেলের। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও-র সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, নিবেদিতা হোম মারফত খবর পাই। আমরা চেষ্টা করি ছবি নিয়ে। ভালো লাগছে, এক মায়ের বিসর্জন হলেও, আরেক মা ঘরে ফিরলেন।
হারিয়ে পেয়েছেন মাকে। আর হারাতে চান না। বৃদ্ধা মা-কে তাই আরও চোখে চোখে রাখতে চান ছেলে।
আরও পড়ুন: হ্যাম রেডিওর সহায়তায় হারানো মূক-বধির শিশুকে ফিরে পেল বিহারের পরিবার