Floating Duare Sarkar Camp : দ্বীপাঞ্চলের জন্য বিশেষ ভাবনা, ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প গোসাবায়
South 24 Parganas News: ন'টি দ্বীপের সমন্বয়ে গঠিত গোসাবা ব্লক। নদী ঘেরা এলাকায় বিভিন্ন পরিষেবা দিতে ও সাধারণ মানুষের সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই চালু এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প।
শান্তনু নস্কর, গোসাবা : সারা রাজ্যের সঙ্গে গোসাবাতেও শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। তবে সুন্দরবনের দ্বীপাঞ্চলের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। গোসাবায় চালু হয়েছে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প। নৌকাতেই চলছে যে ক্যাম্প। পাশাপাশি সাধারণ মানুষকে যে পরিষেবা প্রদানের খবর পৌঁছে দিতে নৌকাতেই থাকছে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে খোঁজ দেওয়ার ব্যবস্থাও।
প্রসঙ্গত, ন'টি দ্বীপের সমন্বয়ে গঠিত গোসাবা ব্লক। নদী ঘেরা এলাকায় বিভিন্ন পরিষেবা দিতে ও সাধারণ মানুষের সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই চালু এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প। আগামী কুড়ি দিন ধরে নদীবক্ষেই ঘুরবে যা। সঙ্গে বিভিন্ন দিনে গিয়ে ভিড়বে ভিন্ন দ্বীপাঞ্চলে। যাতে সেখানকার মানুষজনদের অন্য কোথায় যাওয়ার বদলে নির্দিষ্ট স্থানে এসে হাজির হলেও পেতে পারেন পরিষেবা।
প্রসঙ্গত, শনিবার ১ এপ্রিল থেকে রাজ্যের বুথে বুথে চালু হয়েছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচি। যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন জমা দেওয়া এবং শেষের দশদিনে পরিষেবা প্রদান করা হবে। এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এবারে চারটি নতুন-সহ মোট ৩৩টি পরিষেবা মিলবে। গোটা বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৪৪ জন সিনিয়ার আইএস অফিসারকে।
আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ই এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে। কন্য়াশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। এবার দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও ব্লক স্তর মিলিয়ে ৪৪ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। থাকছে ৪৭৩টি কন্ট্রোল রুম। রাজ্যস্তরে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এবার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা।
আরও পড়ুন- শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে শ্যুটআউট, গুলিবিদ্ধ কয়লা মাফিয়ার মৃত্যু