Kultali News: ফের কুলতলিতে অস্ত্র-গুলি উদ্ধার, ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ
Kultali Fire Arms Rescue: চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়।
![Kultali News: ফের কুলতলিতে অস্ত্র-গুলি উদ্ধার, ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ South 24 Parganas News again fire Arms rescue in Kultali Kultali News: ফের কুলতলিতে অস্ত্র-গুলি উদ্ধার, ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/3234a028d8855e7b3357f18a038aa4c51670126791063484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ ২৪ পরগনা: চারদিনের মাথায়, ফের কুলতলিতে (Kultali) উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ (Police)। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার (Arrested) করে পুলিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।
পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার রাজ্যে।এবারেও সেই বীরভূম। নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms)। আজ গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। মঙ্গলবার নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সম্প্রতি বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয়েছে এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার।
নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শটার রযেছে। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। কোথায় যাচ্ছিল। তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে ছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।'
আরও পড়ুন, শুভেন্দুর সভার আগে ধুন্ধুমার, বেধড়ক 'মারে' আক্রান্ত বিজেপি নেতা, আজই অস্ত্রোপচারের সম্ভাবনা
পাশাপাশি এর আগে অস্ত্র উদ্ধার হয় মুর্শিদাবাদেও। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র কেনাবেচার অভিযোগে ২৯ অক্টোবর, ডোমকল থেকে এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৪ নভেম্বর, রেজিনগরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় বাবা-ছেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)