Canning News: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার ! এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই দৌড় চোরদের..
Canning Sand Scam: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার, এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়! উল্টে ধমক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার। প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ। মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি-মাটি পাচারের অভিযোগ।প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবারের অভিযোগ প্রকাশ্যে। এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়! গোলকুঠি পাড়া, পুরনো খেয়াঘাট থেকে সাদা বালি পাচারের অভিযোগ। দিঘির পাড়ে মাতলার চর থেকে নদীর মাটি পাচারের অভিযোগ!
এলাকায় বালি-মাটি চুরি, উল্টে ধমক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের ।চুরি বলবেন না, এসব পুলিশ-প্রশাসন দেখবে, হুঙ্কার পরেশরাম দাসের। কোনও অভিযোগ আসেনি, অভিযোগ পেলে দেখব: SP পলাশ ঢালি । SDO মিঠুন বিশ্বাস বলেছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছি, গোটা বিষয়টি অবৈধ।সম্প্রতি সোনারপুরে ফের রমরমিয়ে চলছিল বালিপাচার চক্র। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রকাশ্য দিবালোকে চলছিল বালিপাচার। সারাদিনই চলছিল বালি তোলার কাজ।প্রশাসনের শীর্ষ স্তর থেকে কড়া বার্তার পরেও ছবির কোনও বদল দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল।
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদহ এলাকায় নতুন করে বালি মাফিয়ারা বেআইনি পথে বালি তুলে সেইসব বালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের একেবারে নাকের ডগায় চলছে এটা বলে অভিযোগ উঠেছিল। আগেও সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। বেশ কয়েক জায়গায় বালিপাচার বন্ধ করা হলেও, আবারও সেই পাচারচক্র সক্রিয় হয়ে গিয়েছিল। আগে তারা দিনে-দুপুরে সবসময় বালি বিক্রি করত। সেই কাজ পরে রাতে চালাচ্ছিল। দিনে বালি তোলার কাজ হচ্ছে। রাতের দিকে বড় বড় লরি এবং অন্য গাড়িতে করে বিভিন্ন জায়গায় বালি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।