Canning News: 'ভোটে জেতালেই লাখ টাকা..' ! ঘোষণা ক্যানিং পশ্চিমের TMC বিধায়কের..
Canning TMC MLA Controversial Speech: ভোটে জেতানোর পুরস্কার এক লক্ষ! প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

দক্ষিণ ২৪ পরগনা: ভোটে জেতালেই লাখ টাকা! ঘোষণা বিধায়কের! 'ভোটে ভাল ফল করলেই প্রথম পুরস্কার ১ লক্ষ। ভোটে ভাল ফল করলে দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার। ভোটে ভাল ফল করলে তৃতীয় পুরস্কার ৫০ হাজার। ভোটের পুরস্কারমূল্য ঘোষণা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ভোটে জেতানোর পুরস্কার এক লক্ষ! প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। দলীয় কর্মিসভায় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা। 'ভোটে ভাল ফল করলে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার', তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, ঘোষণা পরেশরাম দাসের।
প্রেক্ষাপট ভিন্ন হলেও, বারবার বিতর্কে জড়াচ্ছেন শাসকদলের নেতা-বিধায়ক-সাংসদ-কর্মীরা। 'শূণ্য পাওয়া সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গোরু পেটা করবো' বলে এবার বিতর্কে জড়ালেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। যাদবপুরের ঘটনার 'প্রতিবাদে' রবিবার রাতে তালডাংরা বাজারে মিছিল শেষে এক পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন।ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আগে সিপিআইএমের ছাত্র সংগঠন ক্লাস সেভেন-এইটের পড়ুয়াদের রাজনীতিতে নামাতো। তবে বর্তমানে 'শূণ্য হয়ে যাওয়া সিপিএমের লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে'।
তবে যাদবপুরের ঘটনার পূনরাবৃত্তি হলে পাঁচ মিনিটের নোটিশে 'সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গোরু পেটা করা হবে' বলে তিনি প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেন।পরে তাঁর ওই বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয়ে 'আমি যা বলেছি ঠিক বলেছি'। এরপর ফের ওই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করবেন না বলেও দাবি করেন।
আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! খুলে ফেলে দেওয়া হল এসএফআই-র পতাকা, মুখোমুখি SFI- ABVP ..
আরও একটি ঘটনা শাসকদলের নাম জড়িয়েছে। মূলত আজ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক, এদিকে আগের দিন রবিবার পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন পালন করা হয়! পরীক্ষাকেন্দ্র দখল করে তৃণমূল নেতার জন্মদিন পালনের অভিযোগ ওঠে। ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের ঘটনাটি ঘটেছে। তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে স্কুলে প্যান্ডেল বেঁধে রক্তদান শিবিরের আয়োজন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য ও বজবজে তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
