Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! খুলে ফেলে দেওয়া হল এসএফআই-র পতাকা, মুখোমুখি SFI- ABVP ..
JU Chaos SFI ABVP Clash: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী..

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল ABVP-র মিছিল। গেট থেকে খুলে ফেলে দেওয়া হল SFI-র পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি SFI- ABVP . এসএফআইয়ের সঙ্গে হাতাহাতি! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
শিক্ষাঙ্গনে হেনস্থার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী! ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ হয়েছে। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানেই শেষ নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, শিক্ষামন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে! হাসপাতালে ব্রাত্য বসুকে দেখতে ছুটেছেন কুণাল ঘোষ, মদন মিত্রের মতো নেতারা। শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন অরূপ বিশ্বাসের মতো তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী!
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,কাঁচা নাটক, ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে, হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন, বিপি মাপা হচ্ছে। এই যে নাটক সবাই বুঝে গেছে। মানুষ বুঝে গেছে। সবচেয়ে ভাল জানে ব্রাত্য বসু। তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই। তৃণমূলের অফিসিয়াল পেজ, ট্যুইটার (এক্স) একটা শব্দও উল্লেখ করতে পারলেন না।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা হলে নাটক, বিরোধীরা করলে স্বাভাবিক... আসলে মমতা বন্দ্যোপাধ্যায়...আমাদের অধ্যাপকরা আক্রান্ত হলে স্বাভাবিক। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ বা হেনস্থার ঘটনা নিয়ে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে কিছু পোস্ট করা হয়নি ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে কয়েকজন নেতা একাধিক পোস্ট করেছেন। যেমন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তাঁদের মিছিলের ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়া পেতেই থানায় প্রসূন ! ট্যাংরাকাণ্ডে এবার কি গ্রেফতার ?
অপরদিকে, বারুইপুর সিপিএমের পার্টি অফিসে চড়াও হয় এদিন টিএমসিপি!গেটে তালা দিয়ে সিপিএমের পার্টি অফিসে ঢুকে স্লোগান। যাদবপুরকাণ্ডে রাস্তায় সিপিএম, বারুইপুরে পার্টি অফিসের গেটে তালা ঝোলাল TMCP। সিপিএমের দলীয় কার্যালয়ে আটকে সুজন চক্রবর্তীরা। ভিতরে স্লোগান সিপিএম কর্মী-নেতাদের। TMCP-র সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি সিপিএম কর্মী-সমর্থকদের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















