South 24 Parganas News: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! 'তোলাবাজির অভিযোগে..'
Gosaba Constituency : বিধায়ক ছাড়াই তৃণমূলের বিজয়া সম্মিলনী ? কী বলছে তৃণমূল নেতৃত্ব ?
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় তৃণমূলের বিজয়া সম্মিলনী। অন্য বিধায়ক-সাংসদরা উপস্থিত থাকলেও, গরহাজির খোদ গোসাবার বিধায়ক। এই নিয়ে শাসকদলকে কোন্দল-কটাক্ষ করেছে বিজেপি। জেলায় অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় আসতে পারেননি, অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল নেতৃত্বের।
তৃণমূলের বিজয়া সম্মিলনীতে নেই তৃণমূল বিধায়ক। যা ঘিরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জোরদার বিতর্ক। বুধবার তৃণমূল গোসাবা ব্লক কমিটির তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা । অথচ যে বিধানসভা এলাকায় তৃণমূলের বিজয়া সম্মিলনী, সেই গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল মঞ্চে অনুপস্থিত। এই ইস্য়ুকে হাতিয়ার করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়ে তৃণমূলকে বিধেঁছে বিজেপি। জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি জেলা মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, 'আমরা শুনেছি তাঁকে তাঁর গোষ্ঠীর লোকজনকে আমন্ত্রণই জানানো হয়নি।সাংসদ মন্ত্রীর সামনে তোলাবাজির অভিযোগে হাতাহাতি মারামারি চরম গোষ্ঠীদ্বন্দ্ব। সেই কারণেই বিধায়ক অনুপস্থিত।'
ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'আমি যেটুকু জানি আজ জেলায় মিটিং আছে। কৃষিমন্ত্রী আছেন। সেখানেই গিয়েছেন বলে জেনেছি।' এই নিয়ে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলকে ফোন করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে চাননি। সম্প্রতি উন্নয়ন ও সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগে দলেরই নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের সামনে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।
আরও পড়ুন, পেট্রোলে ৭০ পয়সা কমল পুরুলিয়ায়, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?
সম্প্রতি বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বাদ দিয়েই সাংসদ ইউসুফ পাঠান-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে বিজয়া সম্মেলনী হওয়ায় মোড় নিয়েছিল বিতর্ক। বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বাদ দিয়েই সাংসদ ইউসুফ পাঠান-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে বিজয়া সম্মেলনী ঘিরে বিতর্ক শুরু হয়। স্থানীয় ও জেলা নেতৃত্বের ঘোষণা রাজ্য নেতৃত্বের নির্দেশ মতোই, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কোনও সাংগঠনিক কাজে যোগ দিতে দেওয়া হবে না । তিনি শুধুমাত্র বিধায়ক হিসেবেই তার দায়িত্ব পালন করবেন। যদিও জীবন কৃষ্ণ সাহা বলেন,' দলের এই ধরণের কোনও নির্দেশ, তাঁর জানা নেই। এবং তিনি বিজয়ী সম্মেলন মঞ্চে ডাক পাননি। তাই যাননি। এদিকে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।