South 24 Parganas News: সন্দেহের জের, স্বামীর হাতেই অ্যাসিড হামলার শিকার বাংলার গৃহবধূ
House Wife Acid Attack: হুগলি নদীর তীরের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল মহিলার আর্তনাদ। কী হয়েছে বুঝে উঠতেই শিউরে উঠলেন পথ চলতি মানুষ।
গৌতম মণ্ডল,দক্ষিণ ২৪ পরগনা: এখনও রাজ্যে ভরা পুজোর মরশুম। দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পর কালী পুজোর অপেক্ষা। এমনই এক আবহে প্রকাশ্যে এল মর্মান্তিক খবর। ফের অ্যাসিড হামলার শিকার হলেন বাংলার এক বধূ (Acide Attack)।
স্বামীর হাতেই অ্যাসিড হামলার শিকার বাংলার গৃহবধূ
সন্দেহের বশে প্রকাশ্যে স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা এলাকায় হুগলি নদীর তীরে। অ্যাসিড হামলার জেরে গুরুতর জখম হয়েছেন বছর চল্লিশের এক গৃহবধূ। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। এরপর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনা তদন্ত নামতেই, জখম মহিলার স্বামী শেখ শাহরুখকে গ্রেফতার করেছে পুলিশ।
হুগলি নদীর তীরের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল মহিলার আর্তনাদ
ঘটনাস্থলের পাশেই সরকারি সার্কিট হাউস। এছাড়াও নদীর তীরে ছিল পর্যটকদের ভিড় ছিল। আচমকা মহিলার চিৎকার শুনে হতচকিত হয়ে পড়েছিলেন পথ চলতি সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যখন মহিলার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বছর কয়েক আগেই বিয়ে..
জানা গিয়েছে, বছর কয়েক আগেই, নির্যাতিতা ওই মহিলার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার শেখ শাহরুখের বিয়ে হয়েছিল। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ অন্যত্র থাকছিলেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিন ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে গেলে পিছু ধাওয়া করে আসেন স্বামী শাহরুখ। এরপরই আচমকা অ্যাসিড হামলা করে স্ত্রীকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
মর্মান্তিক ঘটনা ২
গতবছরও এমনই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তখনও দীপাবলির রেশ কাটেনি। সেই আবহেই উত্তরপাড়া এলাকায় এক যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। ওই যুবতীকে লক্ষ্য করে অ্য়াসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়া হয়েছিল বলে অভিযোগ প্রকাশ্য়ে এসেছিল। তাতে আক্রান্ত হয়েছিলেন ওই যুবতী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। আক্রান্ত যুবতী জানিয়েছিলেন, কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। শান্তিনগর রেশন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছুড়েছিলেন এক ব্যক্তি। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই যুবতী। তাঁর চিৎকারে অভিযুক্ত ব্য়ক্তি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিলেন।
আরও পড়ুন, জ্যোতিপ্রিয় দোষ করলে,পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব
এদিকে যুবতীর চিৎকার শুনে তখন ছুটে আসেন স্থানীয়রা। আক্রান্ত ওই যুবতী জানিয়েছিলেন, অ্যাসিড জাতীয় সবুজ ওই তরল পদার্থ তাঁর চুলে এবং পিঠে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জ্বালা শুরু হয়। পরনের জামায় ওই তরল পদার্থ সে পড়ায় জামাটি লাল হয়ে গিয়েছে। শান্তিনগর এলাকায় আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছিল বলে দাবি তাঁর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আশেপাশের এলাকাতেও। আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। মেয়েদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সেখানে মোড়ে মোড়ে সিটিটিভি ক্যামেরা বসানো উচিত বলে মত ছিল তাঁদের। এই ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত যুবতী।