South 24 Parganas News : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, বাসন্তীতে নার্সকে কোপ ! হামলা চালানোর অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
Nurse Attacked by Civic Volunteer : ছুটিতে বাড়ি ফিরছিলেন ওই নার্স, আচমকাই রাস্তায় দা নিয়ে হামলা চালানোর অভিযোগ সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ-র বিরুদ্ধে !

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, বাসন্তীতে নার্সকে কোপ! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগকারী বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করেন, খবর সূত্রের। ছুটিতে বাড়ি ফিরছিলেন ওই নার্স, খবর সূত্রের। রাস্তায় দা নিয়ে হামলা চালানোর অভিযোগ সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ-র বিরুদ্ধে উঠেছে। বাধা দিতে গেলে নার্সের ভাইকেও কোপানো হয় বলে অভিযোগ। হামলা চালিয়ে এলাকা থেকে পালিয়ে যান ওই সিভিক ভলান্টিয়ার, অভিযোগ তরুণীর।
আরও পড়ুন, ৩ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন, হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়
বাসন্তী গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ সেই রাগে শুক্রবার সকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। পাশাপাশি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ দু জনকেই স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর,বাসন্তী থানার সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ বেশ কিছু দিন আগে প্রেমের প্রস্তাব দেন তরুণী নার্সকে। এমনকী মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠান।সেই প্রস্তাব নাকচ হওয়ার পর থেকেই তরুণীকে ওই সিভিক ভলান্টিয়ার উত্য়ক্ত করত বলে অভিযোগ। শুক্রবার সেই ঘটনায় চরম আকার নিল। তরুণীকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। আহত নার্স বলেন, 'আমাকে প্রস্তাব দিয়েছিল। আমাকে বিরক্তও করত। অনেক সমস্য়া হয়েছিল। আমাকে হঠাৎ আজকে অ্যাটাক করে। আমি এখানে থাকি না। আমি আজকে এসেছি। পুরো কাটারি দিয়ে আমার গলার উপর চালিয়ে দিয়েছে। 'পেশায় নার্স ওই তরুণী বারাণসীতে থাকতেন। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আহত হন তরুণীর ভাই। হামলা চালানোর পরও নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক, এমনটাই দাবি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পরিবারের।
আহত নার্সের ভাই বলেন, আমরা দুু'জন বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে পিছন দিকে বড় একটা কাটারি নিয়ে আঘাত করেছে। ও অনেকদিন আগে একবার প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রসতাব দিয়েছিল। আমাদের বাড়িতেই দিয়েছিল। আমরা না বলেছিলাম। ' অভিযুক্ত সিভিকের দাদা কার্তিক খাঁ বলেন,সকালবেলা উনি আসছিল। মেয়েটা আসছিল। ধরে মারামারি করে কুপিয়ে দিয়েছে। নিজে বিষ খেয়েছে। ' আশঙ্কাজনক অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার ও নার্সকে ক্য়ানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় কলকাতায়।






















