Narendrapur Blast:'দুষ্কৃতীদের স্বর্গরাজ্য', নরেন্দ্রপুরকাণ্ডে সরব শমীক, মুখ খুললেন ফিরহাদও
Samik on Narendrapur Blast: নরেন্দ্রপুরকাণ্ডে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং বাম নেতা শমীক লাহিড়ি। তবে কী প্রতিক্রিয়া শাসকদলের ? মুখ খুললেন ফিরহাদও।
দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরকাণ্ডে সরব বাম-বিজেপি । মূলত, বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের এই ঘটনায় গুরুতর আহত জখম ৫ জন বালক। আহতদের নিয়ে আসা হয়েছে হাসপাতালে। তবে অভিযুক্তরা কোথায় বোমাগুলি নিয়ে যাচ্ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এনিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং বাম নেতা শমীক লাহিড়ি (Samik Lahiri)। তবে কী প্রতিক্রিয়া শাসকদলের ? মুখ খুললেন ফিরহাদও (Firhad Hakim)।
দুষ্কৃতীদের স্বর্গরাজ্য : শমীক
শমীক ভট্টাচার্য বলেন, 'দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। এখানে যত সমাজ বিরোধী, তারা শাসকদলের ছাতার তলায় ঢুকে পড়েছে। তারা মনে করছে, পুলিশ তাঁদের উপর কোনও ব্যবস্থা নিতে পারবে না। সর্বত্র দেখা যাচ্ছে কি, যে আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে ! পাশাপাশি, বাম নেতা শমীক লাহিড়ি এদিন বলেন, গোটা রাজ্য তো এখন দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হচ্ছে। গোটা রাজ্য তো চালাচ্ছে দুষ্কৃতিরা। গোটা রাজ্যে তো এখন বন্দুক, বোমা পিস্তলের মজুতখানা হয়েছে। প্রসঙ্গত, একটাসময় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ও বলেছিলেন, বারুদের স্তুপে পরিণত হয়েছে রাজ্য। একুশ থেকে বাইশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অসংখ্য বোমা ফেটে দুর্ঘটনা প্রকাশ্যে এসেছে। সে ভাটপাড়া হোক , কিংবা কাঁকিনাড়া। উত্তর ২৪ পরগনার পাশাপাশি বাদ যায়নি রাজ্যের অন্যান্য জেলাও। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া নজর রাখছে রাজ্য পুলিশ। একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বটেই। তবুও ফের নরেন্দ্রপুরের ঘটনা তোলাপাড় করেছে গোটা রাজ্যকেই।
দুষ্কৃতীদের জায়গা জেলে : ফিরহাদ হাকিম
'খুব অন্যায় হচ্ছে', যাতে এগুলি একেবারে বন্ধ হয়, তাই পুলিশের ইমিডিয়েট অ্য়াকশনের কথা এদিন উল্লেখ করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, 'দুষ্কৃতীদের রাস্তাঘাটে নয়, তাঁদের জেলের ভিতর থাকার কথা।' প্রসঙ্গত, ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর।নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে।
আরও পড়ুন, 'এই সরকার দুর্নীতিকে প্রশয় দেয়', ওসিকে শোকজ করতেই বিস্ফোরক বিকাশরঞ্জন
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়।বুধবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে কদিন আগেই। জখম হয়েছে ১০ বছরের এক বালক। সে চিকিৎসাধীন। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তারপরে আসরে নামে পুলিশ।