Bikash Ranjan Bhattacharya: 'এই সরকার দুর্নীতিকে প্রশয় দেয়', ওসিকে শোকজ করতেই বিস্ফোরক বিকাশরঞ্জন
Bikash Ranjan on OC's Cut money controversy: কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।কী বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?
মুর্শিদাবাদ: কাটমানি (Cut Money) নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে (Sandip Sen) শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। ওসিকে শোকজ করতেই আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, 'এই সরকার দুর্নীতিকে প্রশয় দেয়।'
বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, 'এ রাজ্যে যারা দুর্নীতি করবে , তাঁদের পুলিশ প্রশাসন প্রোটেকশন দেবে। এবং যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে তো এই প্রশাসনটাই পুরোপুরি ভেসে আছে, দুর্নীতির উপরে। যে কোনও দিন ডুবে যাবে। যে লোকটা মুখ খুলে বললেন যে, ঘটনা ঘটেছে। তাকে প্রশংসা করার পরিবর্তে যদি শোকজ করা হয়, তা হলে বুঝতে হবে, অন্যান্যরা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত।'
পাশাপাশি, এদিন অধীর চৌধুরি কটাক্ষ করে বলেন,' বড়ঞার দারোগাবাবু, তিনি তো মোটামুটি তৃণমূলের নেতার মতোই কথা বলছেন। তিনি যেভাবে বক্তৃতা দিচ্ছেন, আগামীদিন তৃণমূল যদি পঞ্চায়েত ভোটে ব্যবহার করে, তৃণমূলের ভালো ছাড়া খারাপ হবে না। ' প্রসঙ্গত, রাস্তা তৈরিতে কাটমানি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন ওই পুলিশ অফিসার ! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতেও !
২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক ! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা।
এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হলেন পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি ! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও !
আরও পড়ুন, 'দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর', জগদ্ধাত্রী পুজোর মিটিংয়ে বার্তা বিদ্যুৎ মন্ত্রীর
কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি। সেখানেই এনিয়ে সরব হন তিনি। বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেছেন, ৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে। ১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা, হল কত ? ৬০। ব্লক অফিসে কত দেবে ? ৪%, হল ৬৪। আগের OC’দের কত দিত ? ৫%, হল ৬৯। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় আপনার সাহোড়া অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে, আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি। পেটের খিদে বন্ধ হয়ে যাবে।