West Bengal Weather : অবশেষে এল স্বস্তির খবর, নামতে পারে বৃষ্টি, এইদিন থেকে কমবে গরম
West Bengal Weather Update : এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফুটছে বঙ্গ। কবে পড়বে বৃষ্টি, সেদিকেই তাকিয়ে সকলে। এতদিন স্বস্তির কোনও খবরই দিতে পারছিল না আবহাওয়া দফতর। এবার আশার আলো দেখাল আবহাওয়া দফতর। ইদের দিন , শনিবার, ২২ শে এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।
তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত
এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহ
উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু এর মতো পরিস্থিতি হতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পার্বত্য এলাকা ছাড়া বাকি জেলাগুলিতে। আগামীকাল থেকেই উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে।
কলকাতায় বৃষ্টি হবে ?
বেলা বাড়লেই লু বইছে। আগামী শুক্রবার পর্যন্ত শুকনো গরম এবং অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।
সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাংলা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ এবং বিহারে।
এক ঝলকে দেখে নিন কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিন কেমন থাকবে :
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
18-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
19-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
20-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
21-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
22-Apr | 29.0 | 39.0 | Mainly Clear sky | |
23-Apr | 29.0 | 39.0 | Partly cloudy sky | |
24-Apr | 28.0 | 39.0 | Partly cloudy sky |