Kasba College Incident: 'TMC-র জল্লাদরা ছাড়া, একাজ বাংলায় কারো করার ক্ষমতা নেই', কসবার কলেজের ঘটনায় সুর চড়ালেন অধীর
Crime News: শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ে।

কলকাতা : সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে এদিন বিক্ষোভ দেখায় SFI-DYFI। বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভ দেখায় বিজেপিও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। রাজ্যের শাসক দলকে এবার তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
তিনি বললেন, "TMC-র লোক ছাড়া, TMC-র জল্লাদরা ছাড়া, TMC পার্টির দুষ্কৃতী ছাড়া, একাজ বাংলায় এই মুহূর্তে আর কারো করার ক্ষমতা আছে বলে আমি মনে করি না। কলেজের ইউনিয়ন রুমে একজন মেয়েকে এভাবে টানা-হেঁচড়া করে তাঁকে গষধর্ষণ করা হল, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এর থেকে লজ্জার-ঘৃণার-নিন্দার আমাদের কাছে কিছু নেই। একটা মেয়েকে বোমা মেরে মেরে দিলেন, এখানে গণধর্ষণ করলেন, আর জি করে ডাক্তারকে মারলেন, এভাবে বাংলার আর কত মহিলাকে খুন করতে চায় আপনাদের লোক।"
কসবা কলেজের ঘটনা প্রতিবাদ !
সেটাও ছিল একটা শুক্রবার। আরও একটা শুক্রবারেই রাজপথে আছড়ে পড়ল ক্ষোভের প্রতিবাদ। আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। সাউথ ক্য়ালকাটা ল' কলেজে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ফ্লেক্স।
শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ে। সাউথ ক্য়ালকাটা ল' কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে SFI-DYFI। বন্ধ গেট টপকে ঢুকে যায় কলেজের ভিতরে ছিঁড়ে ফেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর মিছিল করে কসবা থানার সামনে আসেন তারা। জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানা ঘেরাও করে বসে যান। পুলিশের দিকে লক্ষ্য করে ঝান্ডার ডান্ডা দেখান SFI ও DYFI সমর্থকরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রক্ত ঝরে।
কসবা থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বালিশ-তোষক নিয়ে কসবা থানার সামনে শুয়ে পড়েন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়।
রাকেশ সিং-এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।
কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় SUCI-এর ছাত্র সংগঠন DSO-ও।






















