Balurghat News: সাত সকালে পুকুরে ভাসছে দেহ, চাঞ্চল্য বালুরঘাটের গ্রামে, তদন্তে পুলিশ
South Dinajpur News: মৃত ব্যক্তিকে এলাকারই বাসিন্দা বলে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম সুনীল টুডু বলে জানা গিয়েছে।
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: সকাল সকাল পাড়ার পুকুরে ভাসতে দেখা দেখা গেল মৃতদেহ (Dead Body in Pond)। এই ঘটনায় চাঞ্চল্য গোবিন্দপুরে। মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা। নেশাগ্রস্থ অবস্থায় তিনি পুকুরে নেমেছিলেন বলে অনুমান পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বালুরঘাটের গ্রামে পুকুরে ভাসতে দেখা গেল মৃতদেহ
দক্ষিণ দিনাজপুর (South Dinajpur News) জেলার বালুরঘাটের (Balurghat News) গোবিন্দপুর গ্রামের ঘটনা। শনিবার সাত সকালে এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তিকে এলাকারই বাসিন্দা বলে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম সুনীল টুডু বলে জানা গিয়েছে। বয়স ৪৮ বছর। দুর্ঘটনাবশত পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Howrah: নিখোঁজ সদ্যোজাতর দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, আটক ২
তবে প্রাথমিক তদন্তের পর বালুরঘাট থানার পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় হয়ত পুকুরে নেমেছিলেন সুনীল। তাতেই জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। বালুরঘাটার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এ দিন মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবার এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হাওড়ায় বাড়ির জলের ট্যাঙ্কে সদ্যোজাতর দেহ
এ দিকে, হাওড়া জেলায় এ দিন মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সেখানে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে সদ্যোজাতর দেহ। হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনা। শিশুটির জেঠিমা-সহ দু’জনকে আটক করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, গত সোমবারই জন্ম হয় শিশুপুত্রটির। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরে। বৃহস্পতিবার ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। তার পর থেকে খোঁজ মিলছিল না।