SSC Case : সরল চতুর্থ বেঞ্চও, SSC মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ
এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার রক্ষাকবচের মেয়াদ গতকালই শেষ হয়েছে। এই অবস্থায় তিনিও অস্বস্তিতে।
সৌভিক মজুমদার, কলকাতা : এসএসসি (SSC) মামলা থেকে এবার সরে দাঁড়াল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও। গতকাল এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ, বিচারপতি টিএস শিবাগনানমের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
এর ফলে এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্যরা আরও বিপাকে পডলেন। এদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার রক্ষাকবচের মেয়াদ গতকালই শেষ হয়েছে। এই অবস্থায় তিনিও অস্বস্তিতে। এই নিয়ে এসএসসি মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের ৪টি ডিভিশন বেঞ্চ।
মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ
গত ৩০ মার্চ SSC’র গ্রুপ D’তে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৫টি মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, ৪টি নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এরপরই সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে কেন, এই বিস্ফোরক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এদিন মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। ফলে মামলা চলে যায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে।
এরপরই প্রধান বিচারপতি জানান, মামলার শুনানি হবে বিচারপতি টিএস শিবাগনানম ও সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে। কিন্তু তাঁরাও মামলা থেকে সরে দাঁড়ান। ফের মামলা যায় প্রধান বিচারপতির কাছে। তখন তিনি জানান, মামলাটি শুনবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ। কিন্তু, ওই দুই বিচারপতিও মামলা শুনতে রাজি হননি। ফলে ফের বিষয়টি যায় প্রধান বিচারপতির কাছে। তখন SSC-র উপদেষ্টা কমিটির সদস্যদের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এত তাড়াহুড়োর কী আছে?
এরইমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে মামলাকারীদের আইনজীবীরা বলেন, এই মামলা সম্পর্কে কিছু জানা নেই। আমরা অন্ধকারে আছি।
একথা শুনে বিচারপতি বলেন, CBI’এর কাছে যান। ওরা সব বুঝিয়ে দেবে। আদালত মনে করে না যে, আপনাদের মক্কেলরা কিছু জানেন না। যদি ৪ জন নির্দোষ হন, তাহলে অসুবিধা কীসের।
তখন মামলাকারীদের আইনজীবীরা বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। CBI’এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগের ভিত্তিতে আদালতের সামনে আমাদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক।
এরপই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আদালত আপনাদের হাত পা বাঁধছে না। আপনাদের আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রেক্ষিতে, SSC-র উপদেষ্টা কমিটির ৪ সদস্য সুকান্ত আচার্য, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও অলোক সরকার, এদিন সন্ধেয় সিবিআই দফতরে হাজিরা দেন।