SSC Case : ছাব্বিশের আগে TMC বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ! কার বাড়িতে সাতসকালে পৌঁছে গেল ED ?
ED Raid On SSC Case Recruitment Scam : তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি

কলকাতা: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র তল্লাশি। মোট ৪টি জায়গায় ED-র তল্লাশি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি। জীবনকৃষ্ণ সাহার আত্মীয়, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED-র হানা।
আরও পড়ুন, 'মার্ডারের পরের দিন এরা ইলিশ উৎসব করেছে..' ! বারুইপুরে BJP নেতাকে 'খুনে' হাইকোর্টে যাচ্ছে দল
ছাব্বিশের আগে TMC বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার !
এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। ২০২৩-এর ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক
বাড়িতে তল্লাশির সময় নিজের ২টি ফোন, পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সাহা। CBI নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে তার তদন্ত চালাচ্ছে। দুর্নীতির নেপথ্যে কোটি কোটি টাকা লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ED.
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাড়ে ৩০০ পাতার তথ্য ও কয়েকশো অডিও ক্লিপ উদ্ধার
প্রসঙ্গত, এর আগে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার তাদের বড় হাতিয়ার হতে চলেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোনের তথ্য। এরপরেই উদ্ধার হয়েছিল, নিয়োগ দুর্নীতির সাড়ে ৩০০ পাতার তথ্য ও কয়েকশো অডিও ক্লিপ! বহু হোয়াটস অ্যাপ চ্যাট । আর গ্য়ালারিভর্তি ছবি !
সিবিআই তল্লাশির দিন তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি !
নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির দিন তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি ! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তথ্য লুকোতে, তল্লাশি অভিযানের মাঝপথে নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছু়ড়ে ফেলে দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক।
গতবার পুকুরে ফোন ছুঁড়েও লাভ হয়নি কিছু
প্রায় তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে মাটি কাটার যন্ত্র দিয়ে পুকুরের মাটি সরিয়ে শেষে উদ্ধার করা হয়েছিল মোবাইল ফোন দুটি।এরপর ১৭ এপ্রিল ৬৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল CBI। গত বছরের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















