SSC Update: নথি নষ্টের আশঙ্কায় হাইকোর্টে এসএসসি চাকরিপ্রার্থীরা, রাতেই শুরু শুনানি
কিছুক্ষণের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হবে বলে খবর। নথি নষ্টের আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসির চাকরিপ্রার্থীরা।
কলকাতা: নথি নষ্টের আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসির (SSC) চাকরিপ্রার্থীরা। এসএসসি (SSC) মামলায় নাটকীয় মোড়, বেনজিরভাবে রাতেই হাইকোর্টে (Calcutta High Court) শুনানি। এদিন রাত সাড়ে দশটায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে শুনানি শুরু হয়। অবিলম্বে সিআরপিএফ (CRPF) মোতায়েন করে নথি সংরক্ষণের আবেদন করেছেন এসএসসির (SSC) চাকরিপ্রার্থীরা।
এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই বিতর্কের মাঝেই এদিন এসএসসি চেয়ারম্যান পদে রদবদল ঘটে। এ দিন হঠাৎই চেয়ারম্যান পদে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এর পরেই SSC’র চেয়ারম্যান হিসেবে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে নিয়োগ করে রাজ্য সরকার। এসএসসি চাকরিপ্রার্থীদের আশঙ্কা এই পরিস্থিতির মাঝেই গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হতে পারে। আদালতের কাছে তাঁদের আর্জি অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির দফতরে সিআরপিএফ মোতায়েন করা হোক। চাকরিপ্রার্থীদের এই আবেদনে সাড়া দিয়ে এ দিন রাতারাতি রাত সাড়ে দশটায় বেনজিরভাবে হাইকোর্টে শুরু হয় শুনানি।
এ দিন রাতেই বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা দেন ডেপুটি রেজিস্ট্রার। ‘হাইকোর্টের রায়ের পরে কারা এসএসসি দফতরে এসেছিলেন। আদালতে সেই সিসি ফুটেজ পেশের আবেদন জানিয়েছেন চাকরীপ্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। পাশাপাশি এসএসসি দফতর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলার আবেদনও জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ এসএসসি’র নিয়োগ-দুর্নীতির সাতটি মামলায়, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের রায় বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআইয়ের কাছে হাজিরা না দিয়ে, ডিভিশন বেঞ্চে যান। তবে সেখানে স্বস্তি মেলেনি। এই রায়ে আশার আলো দেখছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, দুর্নীতি ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নেমেছে বামেরা। আজ বিকাশ ভবন অভিযানে নামে ABVP’ও।
SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় CBI জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC’র উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান মিলিয়ে দেখা হবে।