SSC Case : এবার আন্দোলনে SLST-র নতুন চাকরিপ্রার্থীরা, কীসের প্রতিবাদে পথে নতুন চাকরিপ্রার্থীরা?
ফের উত্তাল রাজপথ। হাতে জাতীয় পতাকা নিয়ে রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা। উঠল স্লোগান। অভিযোগ উঠল প্রহসনের।

শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য ২০ হাজার নামের তালিকা প্রকাশ করেছে SSC । শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ১৮ নভেম্বর থেকে শুরু হবে উত্তীর্ণদের নথি যাচাই। কিন্তু এই তালিকা বের হওয়ার সঙ্গে সঙ্গেই একরাশ অভিযোগ নিয়ে সরব হয়েছেন, চাকরিহারা, অথচ নতুন লিস্টে নাম না থাকা বহু শিক্ষক। হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও। কিন্তু এবার আন্দোলনে নামলেন SLST-র নতুন চাকরিপ্রার্থীরা ।
সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন নতুন চাকরিপ্রার্থীরা। মিছিলের পর অবস্থান-বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাঁদের। কী দাবি এই নতুন চাকরিপ্রার্থীদের? অভিজ্ঞতার জন্য ১০ নম্বর নিয়ে আপত্তি তুলেছেন নতুন চাকরিপ্রার্থীরা। চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ায় পিছিয়ে পড়ছেন নতুনরা, এমনচাই অভিযোগ তাঁদের। এই প্রতিবাদী নতুন পরীক্ষার্থীদের দাবি, বঞ্চনা করা হয়েছে তাঁদের সঙ্গে। তাঁদের দাবি, SSC-র পরীক্ষায় পূর্ণমান পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য় ডাক পাননি তাঁরা। অভিজ্ঞতার জন্য় যে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে তা পাওয়ার ফলে চাকরিহারারা বাড়তি সুযোগ পাচ্ছেন। এই প্রেক্ষাপটে অভিজ্ঞতার জন্য় ১০ নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হয়েছেন তাঁরা। এদিকে বিকাশ ভবনের সামনে মিছিল আটকাতে তৈরি করা হয় পুলিশি পুলিশের ব্যারিকেড। পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি নেওয়া হয়নি। বিকাশ ভবনের কাছে পুলিশের ব্যারিকেডের সামনেই বসে পড়েন প্রতিবাদীরা। বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার জানান, 'ওঁরা কোনও অনুমতি নেননি। কোনওরকমের অনুমতি কোনও জায়গা থেকে নেননি। পুলিশকেও জানাননি। সোশাল মিডিয়ার মাধ্য়মে এটা প্রচার করেছেন। বিকাশ ভবনের চারিদিকে ভারতীয় ন্যায় সংহিতাপ ১৬৩ ধারা লাগু আছে। সেখানে ৫জনের বেশি যাওয়া যাবে না।'
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের পর, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ সেপ্টেম্বর নবম-দশম ও ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নতুন করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তারপর প্রকাশিত হয়েছে কল ফর ভেরিফিকেশনের তালিকা। এরই মধ্যে হালে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৩ বছর ৩ মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন । অন্যদিকে নিয়োগ-জট এখনও কাটেনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে যাঁরা চাকরি হারিয়ে পথে বসেছেন, তাঁরা ফের নতুন করে আইনি লড়াই লড়ছেন। এদিকে আবার পথে নামলেন নতুনরাও।






















