Recruitment Scam Case: CBI আদালতে আত্মসমর্পণ, নিয়োগ দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন সকন্যা প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর
SSC Scam News: তাঁদের আইনজীবীদের বক্তব্য, তদন্তের সঙ্গে তাঁরা সহযোগিতা করেছেন। তাঁদের সিবিআই ডেকেছিল। সিবিআই দফতরে তাঁরা গেছেন।

প্রকাশ সিনহা, কলকাতা : এসএসসি-র দাগি তালিকা নিয়ে একদিকে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই SSC নিয়োগ দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন জানালেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে। CBI আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান তাঁরা। আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। বাবা ও মেয়ে দু'জনই শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত। SSC দাগি তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীও।
গত মাসেই সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়ে দেয়, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় এক মাসের মধ্যে যাবতীয় চার্জ গঠন করতে হবে। আর দুই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সবার সাক্ষ্যগ্রহণ পর্ব সেরে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, চার্জ গঠন করে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তারপরেই দেখা গেল, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি, যে ক'টা চার্জশিট হয়েছে, তিনটি মামলায় ফাইনাল চার্জশিট জমা পড়ে গেছে। যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল প্রত্যেককে সমন করা হয়েছিল। তাঁদের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। পরেশ অধিকারী, তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য, এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য, পর্ণা বসু এদের নামে চার্জশিট জমা পড়েছিল। তাঁরা আজ আদালতে এসে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার পর তাঁরা জামিনের আবেদন জানিয়েছেন।
তাঁদের আইনজীবীদের বক্তব্য, তদন্তের সঙ্গে তাঁরা সহযোগিতা করেছেন। তাঁদের সিবিআই ডেকেছিল। সিবিআই দফতরে তাঁরা গেছেন। বয়ান রেকর্ড করিয়েছেন এবং যেহেতু সিবিআই তাঁদের গ্রেফতার করেনি, চার্জশিট জমা দিয়েছে...সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে তাঁদের আইনজীবীর তরফে আবেদন করা হয়, তাঁদের জামিন দেওয়া হোক।
কেউ তৃণমূল বিধায়ক এবং বিধানসভার চিফ হুইপের বউমা। কেউ তৃণমূল বিধায়কের মেয়ে। কেউ তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর মেয়ে। কেউ নিজেই তৃণমূলের কাউন্সিলর। ২০১৬-র SSC-র দাগিদের তালিকার ছত্রে ছত্রে সামনে এসেছে বহু নাম, যাঁরা তৃণমূল হেভিওয়েট নেতাদের ঘরের লোক। এই তালিকায় ইতিমধ্য়েই পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষ, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ সহ অনেকের নাম উঠে এসেছে। এখানেই শেষ নয়, আরও অনেক নাম উঠে আসছে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা।






















