SSC Scam: দিল্লির দ্বারস্থ হচ্ছেন এবার চাকরিহারারা ! যন্তরমন্তরের উদ্দেশে বাস, পথে বিভিন্ন রাজ্যে লিফলেট বিলি..
SSC Protesters Go To Delhi: দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে যাবে চাকরিহারাদের একটি বাস

কলকাতা: এবার দিল্লির দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। বেলা ১২টা নাগাদ, দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে যাবে চাকরিহারাদের একটি বাস। দিল্লি যাওয়ার পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি।
আরও পড়ুন, থমথমে সামশেরগঞ্জ-ধুলিয়ান, এখনও পর্যন্ত গ্রেফতার ১৫০ ! আজ পরিদর্শনে CRPF-এর IG
বুধবার যন্তরমন্তরে প্রতিবাদ, এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। ২২ এপ্রিল, শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। ২৩ ও ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ, বিক্ষোভ। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে, ৭ মে-র পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা।
সম্প্রতি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারা বলেছিলেন, 'আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। ক্ষমার অযোগ্য।' চাকরিহারারা চাইলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলেই জানিয়েছিলেন বিরোধী দলনতা। প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি থাকব। আমার অনুগামী রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাবো। পতাকা ছাড়া যাব।
এরপর চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেছিলেন শুভেন্দু যে, 'এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে ? তারমানে ১৯ হাজার অযোগ্য ? ক্ষোভপ্রকাশ করে গর্জে ওঠেন শুভেন্দু। আপনি (মুখ্যমন্ত্রী) প্রথমদিন বললেন ২৬ হাজারের শুনব। এই ৭ হাজার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কীকরে ? অভিজিৎ বাবু যাদেরকে অযোগ্য বলেছেন সেই সংখ্যাটা তো ৬ হাজার। কিন্তু ভিতরে ঢুকিয়েছে ৭ হাজার। বাকিদেরকে অযোগ্য বলছে !? এবং আরও আপত্তিকর এটাই, কার্ডে লেখা যোগ্য। তারমানে যারা কার্ড পাননি, তাঁরা আজকে বাড়িতে ফিরে যাবে, যে আমরা অযোগ্য Declare by the State Government !'
সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, মমতা ব্যানার্জি আজকে আমাদের যোগ্যদের চাকরি চুরি করেছেন। আজকে তালিকা প্রকাশ করতে পারছে না। OMR শিট আপনি লুকিয়ে রেখেছেন মমতা ব্য়ানার্জি। OMR শিট আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন। OMR শিট বার করুন। আপনি বার করুন। আর আপনাকে গ্রেফতার করা হোক। আপনাকে গ্রেফতার করে জেলে পোরা হোক। আজকে আমাদের শিক্ষক শিক্ষিকার উপর লাঠিচার্জ করছেন, আপনার লজ্জা করে না? যারা যোগ্য তাদেরকে চাকরি ছিনিয়ে নিয়েছেন। আজকে আপনি তালিকা প্রকাশ করতে পারেননি বলে আজকে তাদের চাকরি গেছে। মুখ্যমন্ত্রী আপনি দায়ী। আপনাকে অ্য়ারেস্ট করা হোক। আপনি জেলে যাবেন। আপনি অপেক্ষা করুন। আমরা আপনাকে জেলে পাঠাব।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















