SSC Scam: তৃণমূল ভবনে চাকরিহারা শিক্ষাকর্মীরা, দেখা করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে..
SSC Scam Protesters ON TMC Bhawan: ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন শুধু যোগ্য শিক্ষক-শিক্ষিকারা, নির্দেশের পরদিনই এবার তৃণমূল ভবনে চাকরিহারা শিক্ষাকর্মীরা..

কলকাতা: তৃণমূল ভবনে চাকরিহারা শিক্ষাকর্মীরা, দেখা করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। পার্কসার্কাস থেকে তৃণমূল ভবন পর্যন্ত মিছিল চাকরিহারা শিক্ষাকর্মীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন শুধু যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। নির্দেশের পরদিনই এবার তৃণমূল ভবনের উদ্দেশে মিছিল শিক্ষাকর্মীদের একাংশের।
আরও পড়ুন, শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার
চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়ের মধ্য়েই ফের পথে নামলেন চাকরিহারারা। পুরুলিয়া থেকে শিলিগুড়ি দিকে দিকে হল মিছিল, প্রতিবাদ। বাঁকুড়ায় চাকারিহারাদের পাশে দাঁড়াতে মিছিল করল বিজেপিও। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে উত্তাল রাজ্য। এরই মধ্যে SSC ও রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য বলে চিহ্নিত নন শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। যদিও তাতে খুশি নন চাকরিহারারা।
এই প্রেক্ষাপটেই চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার জেলায় জেলায় উঠল প্রতিবাদের গর্জন। কোথাও প্রতিবাদ মিছিল...তো কোথাও প্রতীকী অনশন। মালদায় অনশন, পুরুলিয়ায় প্রতিবাদ মিছিল, পূর্ব বর্ধমানে গণস্বাক্ষর, শিলিগুড়িতে পথে চাকরিহারারা, বাঁকুড়ায় পথে বিজেপি। চাকরিহারাদের পাশে দাঁড়াতে ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু করলেন মালদার শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন। সকাল আটটা থেকে ইংরেজবাজার শহরে পোস্ট অফিস মোড়ে অনশন শুরু করেন ১০ জন শিক্ষিক ও শিক্ষিকা।
পুরুলিয়া শহরে রাস্তায় নামেন চাকরিহারাদের একাংশ। ব্যানারে যোগ্য় লিখে পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন তাঁরা। এক চাকরিহারা বলেন , 'OMR জমা দিতে বলেছিল। সেটা দিতে পারেনি। ওদের জন্য় আমাদের ভুগতে হচ্ছে।' বর্ধমানের কার্জন গেট চত্বরে গণস্বাক্ষর অভিযানে নামে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকরি ফেরানোর দাবিতে সই সংগ্রহ করেন তাঁরা। উদ্য়োক্তাদের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি শেষের পর ২২ এপ্রিল রাজ্য়পালের কাছে যাবেন তাঁরা। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকেও এদিন বেরোয় চাকরিহারাদের একটি মিছিল।
হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি যাওয়ার জন্য প্রথম থেকেই তৃণমূলকে বিঁধে আসছে বিরোধীরা। এদিন বাঁকুড়ার ওন্দা স্টেশন থেকে হাটতলা সবজি বাজার পর্যন্ত মিছিল করে বিজেপি। ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখির বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি। ওন্দা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, 'আমরা যোগ্য়দের পাশে আছি, অযোগ্য়দের পাশেও আছি। যারা টাকা দিয়ে দিয়ে চাকরি পেয়ে খুইয়েছেন সেই তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন। আমরা এভাবে পাশে আছি। '























