Dilip Ghosh Marriage : শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার
আজ দিলীপ ঘোষের বিয়ে, বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের খবরে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ, কী প্রতিক্রিয়া ?

কলকাতা: আজ দিলীপ ঘোষের বিয়ে (Dilip Ghosh Marriage)। আর এদিকে বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের খবরে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ (TMC Leader Kirti Azad)। এদিকে গত লোকসভা ভোটে তিনিই দিলীপের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছিলেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেসময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারালেও, আজ পুরোপুরিই অন্য আঙ্গিকে ধরা দিলেন শাসকনেতা কীর্তি আজাদ। রাজনৈতিক প্রতিদ্বন্দিতাকে দূরে সরিয়ে রেখে এদিন তাঁর মুখেই শোনা গেল, 'মেরি ইয়ার কি শাদি হ্যায়..'! মিষ্টি বিতরণ করছেন নিজের বাড়িতে।
আরও পড়ুন, ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩, ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? প্রশ্ন বিরোধীদের !
এদিন দিলীপ ঘোষকে আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছেন শাসকনেতা কীর্তি আজাদ। বলেছেন, 'আশা করব, ওনার বৈবাহিক জীবন দীর্ঘতর হবে। ভাল হবে। দুই জনেরই দীর্ঘ আয়ু কামনা করি। আর আশা করব যে, একবার যখন অর্ধা ঙ্গিনী যখন ঘরে এসে গেছেন, সীতারাম বলা শুরু করবেন। জয় জয় সীতারাম। নিমন্ত্রণ পেয়েছেন কিনা প্রশ্ন করতেই কীর্তি আজাদ বলেন, এখনও অবধি নিমন্ত্রণ আসেনি। এলে অবশ্যই যাবো। আশেপাশে যত ফুল পাবো , সব নিয়ে যাব। মিষ্টিও নিয়ে যাব।'
বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে, তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তোলে একটা বিয়ের খবর! যে সে বিয়ে নয়! পাত্র কে? দিলীপ ঘোষ! রাজ্য়ের সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজল বিয়ের সানাই!সঙ্ঘ থেকে এবার সংসারে! এদিন তেষট্টিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ!
পাত্রী ৪৭ বছর বয়সী রিঙকু মজুমদার। দঃ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। শুক্রবার, নিউাউনে দিলীপ ঘোষের বাড়িতে চারহাত এক হবে। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্য়বাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর, গরমাগরম আক্রমণ শানিয়ে এসেছেন তিনি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি ২০২১ সালে রিঙকুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের।এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি! যদিও, রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তাঁর বহু বছর আগে থেকেই! ২০১৩ সালে।
অন্য় ইস্য়ুতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।' দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন,'অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে।'






















