Teachers Protest : 'আমরা দুজন মিলে কী করব, দাঁড়িয়েই তো ছিলাম' শিয়ালদায় টেনে হিঁচড়ে মহিলাদের তুলে নিয়ে গেল পুলিশ
SSC Teachers Protest : শিয়ালদা থেকে আন্দোলনকারীদের তোলা হল প্রিজন ভ্যানে। জমায়েতে নজর। অতিসক্রিয় পুলিশ।

কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারেই, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। আর এদিনই পথে নামলেন চাকরি হারা শিক্ষকরা। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা বলেই দিয়েছিলেন, তাঁরা আর পরীক্ষা দিতে চান না। তাঁরা হকের চাকরি ফেরত পেতে চান। শুক্রবারই শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা চত্বর। পুলিশের স্পষ্ট ঘোষণা, 'অনুমতি নেই, জমায়েত করবেন না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
হকের চাকরি ফেরত পেতে চেয়ে যে মিছিলের কর্মসূচি ছিল আজ, তার আগেই পুলিশ ধরপাকড় করে তুলল প্রিজন ভ্যানে । অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখাই হল না, কে আন্দোলনে এসেছেন, কে আসেননি। আন্দোলনরতরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল করা হবে। সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা। মিছিল শুরুর আগেই রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ। 'আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন, আমি কী করেছি' , বলে চিৎকার করলেও, সেই প্রশ্নের উত্তর মিলল না। তার আগেই তাঁদের ঠাঁই হল প্রিজন ভ্যানে।
দেখা গেল রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দুই মহিলা চাকরিহারা শিক্ষিকা। তাঁদেরও তুলে নিয়ে গেল পুলিশ। প্রিজন ভ্যানে উঠে চিৎকার করে প্রশ্ন করলেন তাঁরা...'আমায় কেন নিয়ে যাচ্ছ ....সরে যেতে বলেছিলেন সরে গেছি, তাও তুলছেন কেন?' উত্তর মিলল না। তাঁরা খাতায় কলমে এখনও সরকারি কর্মচারি হলেও, তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ।
সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শিয়ালদা চত্বরে হাজির ৪ ডিভিশনের DC-রা। শিয়ালদা চত্বরেই মিছিল আটকে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট। জমায়েত তিলমাত্র শুরুর আগেই পুলিশ তাঁদের সরিয়ে নিয়ে গেল। পরিষ্কার জানিয়ে দেওয়া হল, 'জমায়েতে অনুমতি নেই, কেউ জমায়েত করবেন না'। এ যেন নজিরবিহীন ছবি।
রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনের বাইরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছেন পুলিশকর্মীরা। কাউকে দেখে সন্দেহ হলেই, জিগ্যেস করা হচ্ছে, আপনি কি ২০১৬ সালের প্যানেলের চাকরি হারা প্রার্থী ? আইডি খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে মোবাইল ফোনও। সূত্রের খবর, মোবাইলে ২ ০১৬ প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা মাত্রাই অভিযোগ, তাহলেই তাঁদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। একজনের অভিযোগ, তিনি আন্দোলনের জন্যই আসেননি। তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন। কিন্তু তাঁকেও সন্দেহভাজন মনে হয় পুলিশের। তাই কথা শোনা হয়নি, তোলা হয় পুলিশের গাড়িতে। এমন অভিযোগ জানাচ্ছেন অনেকেই।






















