Bankura Medical College News : ফের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন! বাঁকুড়া মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে 'অশালীন অবস্থায়' যুবক
এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে অশালীন ভঙ্গিমা করতে দেখেন বলে অভিযোগ।
বাঁকুড়া : মাঝে ঠিক দুই মাস। আবারও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলে আতঙ্ক। আগের ঘটনাটি ঘটেছিল গত ১৩ অগাস্ট। সেদিন বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকে পড়েছিল এক ব্যক্তি। তার মুখে ছিল কালো কাপড়। সেই ঘটনাকে ঘিরে মেয়েদের হস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে । অভিযোগ, এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়ে গিয়েছিল ওই ব্যক্তি। আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
ফের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। এবার পুজোর মধ্যেই লেডিজ হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়ল এক যুবক। নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে শৌচালয়ে কীভাবে ঢুকে পড়ল ওই যুবক, উঠছে প্রশ্ন। খবর পেয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। হোস্টেলে হানা দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না।
জানা গিয়েছে, সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবক প্রথমে নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক পরিচয় দিয়ে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করে সে। হস্টেলের গেটে থাকা নিরাপত্তারক্ষী যুবককে প্রবেশে বাধা দেয়। পরে ওই নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হস্টেলের মেন গেট দিয়ে যুবক ঢুকে পড়ে হস্টেলের দোতলার একটি শৌচালয়ে। পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে অশালীন ভঙ্গিমা করতে দেখেন বলে অভিযোগ। আতঙ্কে ওই আবাসিক পড়ুয়া ছুটে শৌচালয় থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করলে অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে আসেন। এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ হস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে লেডিজ হোস্টেলে ছুটে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু।
এই ঘটনায় লেডিজ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিকরা। দুমাসের মধ্যেই এই ধরনের দু - দুটি ঘটনা ঘটনায় আতঙ্ক বেড়েছে। মহিলা আবাসিকরা কর্মবিরতিতে যাওয়া হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার পর হস্টেলে গেলে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘিরেও বিক্ষোভ দেখান আবাসিকরা।
বারবার বাঁকুড়ার মেডিক্যাল কলেজে এমন ঘটনা কেন ? কারা এই হানাদার? টার্গেট কি নির্দিষ্ট কেউ ? নাকি স্রেফ চুরি - ডাকাতির উদ্দেশে ঢুকে পড়ে ছিল ওই ব্যক্তি ? উত্তর খুঁজছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন : অনশনরত স্নিগ্ধা হাজরার বাড়িতে মাঝ রাতে পুলিশ ! অনশন তুনতে চাপ? কী জানালেন দেবাশিস?