IIT Kharagpur : আইআইটি খড়গপুরে ঝরে গেল ২১ বছরের পড়ুুয়ার প্রাণ, হল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
IIT Kharagpur Student Death: ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বছর ২১ এর ওই পড়ুয়া। উদ্ধার হল ভিন রাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ।
বিশ্বজিৎ দাশ, খড়গপুর : ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শিরোনামে উঠে এল আইআইটি খড়গপুর ( IIT Kharagpur ) । এবার, লাল বাহাদুর শাস্ত্রী হল থেকে উদ্ধার হল ভিন রাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম কিরণ চন্দ্র।
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বছর ২১ এর ওই পড়ুয়া। তাঁর বাড়ি তেলঙ্গানার তুপ্রাণ গ্রামে। আইআইটি খড়গপুরের রেজিস্ট্রারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ করা হলেও মেলেনি তাঁর কোনও প্রতিক্রিয়া।
ঠিক এক বছর আগে, ১৪ই অক্টোবর খড়গপুর আইআইটির হস্টেল থেকে উদ্ধার হয় ফয়জান আহমেদের দেহ। বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল ফয়জান। অসমের তিনসুকিয়া থেকে পড়তে এসেছিল আইআইটি খড়গপুরে। ছেলের মৃত্যুতে, CID বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার। নির্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র্যাগিং আটকানোর সব পরিকাঠামো খড়গপুর IIT’তে আছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। বিচারপতি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মেধাবী ছাত্রছাত্রীরা আসে। তাঁরা এভাবে বাধাপ্রাপ্ত হলে বিরাট ক্ষতি হবে। Ragging একটা জঘন্যতম ঘটনা। ঘটনার পর পেরিয়ে গেছে ১ বছর।
এর ঠিক ৮ মাস পর, খড়গপুর আইআইটিতে রহস্যমৃত্যু হয় সূর্য দীপেন নামে এক পড়ুয়ার। কেরলের তিরবনন্তপুরমের বাসিন্দা সূর্য আইআইটি খড়গপুরে এসেছিলেন সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে। পরপর ছাত্রমৃত্যুর ঘটনা দেশের এই প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে।
গত অগাস্ট মাসের কথা। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা তখন দেশজুড়ে ঝড় তুলেছে। সেই আবহেই শোরগোল পড়ে যায় খড়গপুর IIT-র এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে এক মেধাবী ছাত্রের মৃত্য়ু-রহস্য় ঘিরে, তখন নতুন করে তোলপাড় পড়ে যায় গোটা দেশে।
খড়গপুর IIT, যার প্রাক্তনীরা গোটা বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করেছে সেখানেই এক ছাত্রের ভয়ঙ্কর পরিণতি! স্বাভাবিক ভাবেই চিন্তায় অভিভাবকরা। দোষারোপ, পাল্টা দোষারোপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সম্প্রতি ফের যাদবপুরে পড়ুয়া মৃত্যুর পর উঠেছে র্যাগিং-এর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে জোড়া র্যাগিং-এর অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে র্যাগিং রোধের পদক্ষেপ নিতে বৈঠক ডাকার কথা বলেও সাড়া না মেলায় উপাচার্যকে চিঠি দিয়েছেন স্বয়ং অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান।
আরও পড়ুন : 'র্যাগিংকে জিইয়ে রাখতে চাইছে কিছু ছাত্র..', বিস্ফোরক যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য