SUCI Protests: SUCI-এর আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, পুলিশের সংঘর্ষ বিক্ষোভকারীদের, দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ রইল ধর্মতলা
Kolkata News: সূচনাপর্বেই বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। আলাপ-আলোচনার মাধ্যমে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে ভিড়।
কলকাতা: SUCI-এর আইন অমান্য কর্মসূচি (SUCI Protest March) ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ পুলিশের। ভিড়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশেরও। চ্যাঙদোলা করে পুলিশকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়ল। ভিড়ের কাছে তাড়াও খেল পুলিশ। তার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে শহর কলকাতার প্রাণকেন্দ্র। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ (Kolkata Police)।
SUCI-এর আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার
স্কুলস সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ থেকে মূল্যবৃদ্ধি এবং হালফিলের সেনায় নিয়োগের 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতায় বুধবার ধর্মতলায় আিন অমান্য কর্মসূচি ছিল SUCI-এর (Kolkata News)। কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্যের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের বিরুদ্ধে পথে নামেন সংগঠনের কর্মীরা। তাকে ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ডোরিনা ক্রসিং থেকে, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক রাস্তা।
এ দিন সূচনাপর্বেই বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। আলাপ-আলোচনার মাধ্যমে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে ভিড়। তাতেই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয় পুলিশ। প্রথমে লাঠিচার্জ না করলেও, এক একজন পুলিশকর্মীকে ভিড় ছেঁকে ধরতে শুরু করলে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ভিড়কে দূরে হটাতে ডায়ে-বাঁয়ে শূন্যে লাঠি চালাচ্ছেন এক পুলিশকর্মী। তিনি একটু অন্য মনস্ক হতেই একদল বিক্ষোভকারী তাঁর উপর চড়াও হয়।
এর পর কলকাতা পুরসভার সামনে এক পুলিশকর্মীর উপর চড়াও হয় ভিড়। কোনও রকমে পুলিশ বাহিনী তাঁকে উদ্ধার করে। তার পর আটক করা হয় বেশ কয়েক জন বিক্ষোভকারীকে। একে একে ধরে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। এর পর কড়া হাতে বিক্ষোভকারীদের সরাতে শুরু করে পুলিশ।
কড়া হাতে বিক্ষোভ দমন পুলিশের
এ দিনের ঘটনায় দীর্ঘ ক্ষণ এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা মোড়ও কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। গাড়ির লম্বা লাইন চোখে পড়ে। দীর্ঘ ক্ষণের চেষ্টায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয় পুলিশ। এর পর একে একে যান চলাচল শুরু হয় ফের। এ দিন ধর্মতলা চত্বরে জলকামান, বজ্র ভ্যানও হাজির ছিল ধর্মতলা মোড়ে। কিন্তু তা আর প্রয়োগ করতে হয়নি। দুপুর সাড়ে ৩টে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।