Suvendu Adhikari: 'ক্ষমতা থাকলে আটকে দেখান', রাজনৈতিক সভার মেগা-ডুয়েলের আগে 'ভাইপো'কে হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu-Abhishek Meeting Clash: ভিডিও ট্যুইট করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘হাইকোর্টের অনুমতির পরেও বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী।' এরপরই পর পর টুইটে 'ভাইপো'কে আক্রমণও করেছেন।
কলকাতা: ডায়মন্ডহারবারের (Diamond Harbour) লাইট হাউস (Light House) ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ। জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিরোধীরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূলকেই। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘটনার ভিডিও (Video) ট্যুইট (Tweet) করে অভিযোগও করেছেন।
ভিডিও ট্যুইট করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘হাইকোর্টের অনুমতির পরেও বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী।' এরপরই পর পর টুইটে 'ভাইপো'কে আক্রমণও করেছেন। তিনি লেখেন, "তোমার সময় এবার শেষের পথে। বাংলার মানুষরা অগণতান্ত্রিক দলকে গণতান্ত্রিকভাবেই ছুঁড়ে আবর্জনার স্তুপে ফেলে দেবে। ভাইপো আপনি শুনছেন তো?" এরপরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শিশির-পুত্র লেখেন, "যেখানে মঞ্চ ভাঙা হয়েছে সেইখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমস্ত শক্তি ব্যবহার করুন। কিন্তু স্টপ মি, ইফ ইউ ক্যান।"
Bhaipo hope you have heard:
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 2, 2022
"The flame that burns twice as bright burns half as long."
Your time's up.
The people of WB would throw your undemocratic party in the garbage bin democratically.@BJP4Bengal Karyakartas would hit the streets tomorrow if there's any further obstruction pic.twitter.com/fWneW1JWGQ
আরও পড়ুন, 'স্কুলের চাকরি না মিউজিক্যাল চেয়ার?' শূন্যপদের থেকে বেশি সংখ্যক প্রার্থীর কাছে পৌঁছেছিল নিয়োগপত্র!
এদিকে বিজেপির অভিযোগের জবাব দিয়েছে তৃণমূলও। ট্যুইটারেই পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেনের জবাব, ভাড়া না পেয়ে যদি ডেকরেটরের লোক কাজ করতে না চায়, তাহলে তৃণমূল কী করবে? একই দাবি করে কুণাল ঘোষও ট্যুইটে লেখেন, অপদার্থদের কুণাট্য! শুভেন্দুরা নিজেদের দোষ ঢাকতে তৃণমূলকে দোষারোপ করছেন! তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও ট্যুইটারে কটাক্ষ করে লেখেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনে ফোন করতে পারেন। বিকল্প ডেকরেটর খুঁজে দেবেন!