(Source: Poll of Polls)
Taliban Crisis : তালিবানদের আফগানিস্তান দখলে আমদানি বন্ধ, বেড়েছে ড্রাই ফ্রুটস, পোস্তর দাম, সমস্যায় ক্রেতা-বিক্রেতারা
আফগানিস্তান থেকে আমদানি করার কারণে ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে গিয়েছে পোস্ত। ড্রাই ফ্রুটস কেনাবেচায় নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : আফগানিস্তানের থেকে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট আমদানি করে থাকে ভারত। হিসেব অনুযায়ী, ভারতের মোট চাহিদার ৮৫ শতাংশ ড্রাই ফ্রুটই ভারত আমদানি করে আফগানিস্তান থেকে । এছাড়াও আফগানিস্তানের থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা, আটা, কিশমিশ, অ্যাপ্রিকট, আঞ্জির, কাজু বাদাম এবং জিরে ও হিংয়ের মতো অনেকরকম মশলাও আমদানি করে ভারত। আফগানিস্তানের দখল হাতে নিয়েই তালিবানদের ফতোয়া জারি করেছে, ভারতের সঙ্গে আপাতত কোনও ব্যবসা-বাণিজ্য বা লেনদেন হবে না তাদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন অনেক কিছুই যা কি না ভারত, আফগানিস্তান থেকে আমদানি করে থাকে, সেই ধরনের পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী।
ড্রাই ফ্রুটসের পাশাপাশি আফগানিস্তান থেকে আমদানি করার কারণে ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে গিয়েছে পোস্ত। ড্রাই ফ্রুটস কেনাবেচায় নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে। রায়গঞ্জ মোহনবাটি বাজারের ড্রাই ফ্রুটসের পাইকারি দোকানদার বলরাম চৌধুরি বলেন, 'তালিবানরা আফগানিস্তান দখল করার পর থেকেই ওই দেশ থেকে ড্রাই ফ্রুটসের আমদানি বন্ধ হয়ে গিয়েছে। যেসব স্টকিস্টের কাছে কিছু পণ্য রয়েছে, তাঁরাও তার দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে আমদানি না থাকার ফলে অত্যধিক হারে বেড়ে গিয়েছে আখরোট, কাঠবাদাম, খেজুর, কিশমিশ, কাজুবাদাম এবং পোস্তর।'
পাইকারি দোকানদারদের পাশাপাশি চরম সমস্যায় পড়েছেন খুচরো বিক্রেতারাও। তাঁরা বলছেন, 'যে কাঠবাদামের দাম এতদিন ছিল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি, সেই কাঠবাদামেরই এখন দাম গিয়ে দাঁড়িয়েছে হাজার টাকায়। শুধু কাঠবাদামই নয়, অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে কাজু, কিশমিশের দামও। বেড়ে গিয়েছে পোস্তর দামও।' তালিবানদের আফগানিস্তান দখলের জেরে পোস্তর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এদেশের ক্রেতা বিক্রেতারা।
গত ১৫ অগাস্ট জঙ্গি সংগঠন তালিবান দখল নিয়েছে কাবুল সহ গোটা আফগানিস্তানের। আর তারপর থেকেই প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে বিভিন্ন ড্রাই ফ্রুটস ও পোস্ত সহ মশলার। সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের। অত্যধিক দাম বৃদ্ধি হওয়ায় বিক্রি যেমন কমে গিয়েছে তেমনি বাজারে অমিলও দেখা দিয়েছে এইসব ড্রাই ফ্রুটসের।