Tapas Saha Update: 'দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কোনও সহযোগিতা পাইনি,' অভিমানী তাপস
দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতার না পাওয়ার অভিযোগ।
কলকাতা: শনিবারের পর রবিবার, ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার (Tapas Saha) গলায়। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতার না পাওয়ার অভিযোগ।
অভিমানের সুর তাপস সাহার গলায়: প্রায় সাড়ে ১৪ ঘণ্টার সিবিআই তল্লাশির পর অভিমানও ঝরে পড়েছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই তৃণমূল বিধায়কের গলায়। এদিন তিনি বলেন, 'দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনও সহযোগিতা পাইনি। আমার বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও, কথার মাধ্যমে সহযোগিতা করুক। কর্মী হয়েও আমি দলের জন্য যে দিই, অন্য কেউ দেন বলে মনে হয় না। কোন এমএলএ এইভাবে সময় দেয় না।’ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফের অভিমানের সুর তেহট্টর তৃণমূল বিধায়কের গলায়।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেই সঙ্গে চলেছে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। এই প্রেক্ষাপটে তেহট্টের সেই তৃণমূল বিধায়ক, তাপস সাহা দাবি করলেন, মুখ্য়মন্ত্রীর হাত তাঁর মাথার ওপরে। অভিষেকের অফিসে ঢুকতে দেওয়া হয় না বলেও দাবি করেছেন তিনি।
দলীয় নেতৃত্বের একাংশের আচরণে আক্ষেপ থাকলেও, এর আগে তৃণমূল বিধায়ক তাপস সাহার দাবি করেন তাঁর দলকে নয়, দলেরই তাঁকে প্রয়োজন। তেহট্টের তৃণমূল বিধায়ক বলেন, “আমি কেন করব? আমার কাউকে প্রয়োজন নেই, দলের আমাকে প্রয়োজন। আমি দল ছাড়বো না, তৃণমূল কংগ্রেস করব এবং আমি বুঝে নেব। আমার কর্মীরা এখন টগবগ করে ফুটবে। পঞ্চায়েতে ভালো রেজাল্ট করব। এখানে তৃণমূলের যারা গোষ্ঠীবাজি করে তাদেরকে উড়িয়ে দেব। জায়গা শেষ করে দেব। তাপস সাহা তাপস সাহা। তেহট্টের মাটিতে তাপস সাহা তাপস সাহা। সবাইকে উৎখাত করে ছাড়ব।’’
আরও পড়ুন: North 24 Parganas: পানীয় জলের সঙ্কট ঘোলায়, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, লাঠিচার্জ পুলিশের