North 24 Parganas: পানীয় জলের সঙ্কট ঘোলায়, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, লাঠিচার্জ পুলিশের
Water Crisis: জলের দাবিতে অবরোধ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের।একে অসহ্য গরম। তার ওপর খাবার জলটুকুও নেই।
সমীরণ পাল, ঘোলা: দুঃসহ গরমের মধ্যে মিলছে না পানীয় জল। এই নিয়ে পানিহাটি পুরসভার (Panihati Municipality) ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম। পানীয় জলের দাবিতে বারাসাত-সোদপুর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ।
পানীয় জলের সঙ্কট ঘোলায়: জলের দাবিতে অবরোধ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের। একে অসহ্য গরম। তার ওপর খাবার জলটুকুও নেই। আর তাই নিয়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে পানিহাটিতে ধুন্ধুমার। অবরোধ হঠাতে রণংদেহী মেজাজে পুলিশ। পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঘোলা চণ্ডীতলা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বছর দুয়েক ধরে জলের সঙ্কট চলছে। বারবার জানানো সত্ত্বেও পুরসভার তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সোদপুর-বারাসাত রোড অবরোধ করেন তাঁরা।
পুলিশের সঙ্গে ধুন্ধুমার স্থানীয়দের: জল-সমস্যার সমাধান না হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে রাজি না হওয়ায়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে ঘোলা থানার পুলিশ। টেনে-হিঁচড়ে এক বিক্ষোভকারীকে নিয়ে যেতে চেষ্টা করেন পুলিশ কর্মীরা। ঘাড়ধাক্কা দিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। জলের দাবিতে এরপর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনেও শুরু হয় বিক্ষোভ। জল-সমস্যার কথা মানছেন পুরসভার চেয়ারম্যান। জলের সমস্যা না মিটলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঘোলার চণ্ডীতলার বাসিন্দারা।
আবহাওয়ার আপডেট: চাতক পাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। গুমোট গরমে খানিক স্বস্তি দিল একপশলা বৃষ্টি। ভিজল কলকাতাও। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এমনই থাকবে আবহাওয়া। কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় একধাক্কায় নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অন্যদিকে, মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। দুইয়ের প্রভাবেই রাজ্যে এই হাওয়া বদল।
আরও পড়ুন: Weather Update: কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে, বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা