Teacher's Death : উচ্চমাধ্যমিক শুরুর দিনই দুর্ঘটনায় গেল শিক্ষিকার প্রাণ, কান্নায় ভেঙে পড়লেন সহকর্মীরা
প্রাথমিক চিকিৎসার পর স্বামীকে ছেড়ে দেওয়া হয়।দুর্ঘটনার খবর স্কুলে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের সহকর্মীরা।
প্রবীর চক্রবর্তী ও জয়ন্ত রায়, কলকাতা : শুরু হল এবারের উচ্চমাধ্যমিক। আর পরীক্ষা শুরু হতে না হতেই এল এক দুঃসংবাদ। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষিকার। শিক্ষিকার মৃত্যুতে পরীক্ষা শুরু দিনই স্কুলে শোকের ছায়া!
কোথাকার ঘটনা :
রবীন্দ্রনগর থানা এলাকার সন্তোষপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে স্কুটারে যাচ্ছিলেন কাকলি গার্লস হাইস্কুলের শিক্ষিকা লিপিকা পাটোয়ারি। বয়স ৪৮ বছর। রাস্তায় একটি গাড়ি স্কুটারে ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর আহত স্বামী-স্ত্রীকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিপিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর স্বামীকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার খবর স্কুলে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের সহকর্মীরা। প্রধান শিক্ষিকা মিনতি সরদার বলেন, ' পরীক্ষার জন্য আজ স্কুলে ডিউটি ছিল। হঠাৎ মৃত্যুর খবর পাই। '
দুর্ঘটনাগ্রস্ত স্কুটারটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে।
আজই শুরু হয়েছে উচ্চমাধ্যমিক
শুরু হল এবারের উচ্চমাধ্যমিক। করোনা আবহে এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসেছে ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এবছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেছে।
মানা হচ্ছে কঠোর পরীক্ষাবিধি
কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে থাকছেন স্পেশাল অবজার্ভার। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আটকে দেওয়া হতে পারে রেজাল্ট। বাতিল হতে পারে স্কুলের অনুমোদনও।
মমতা - অভিষেকের শুভেচ্ছা
ট্যুইট করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘জীবনের সব বাধা পেরোনর মত শক্তি যেন তোমাদের থাকে। আমি নিশ্চিত যে তোমার অবিশ্রাম চেষ্টার ফল খুবই ভালো হবে’।
আরও পড়ুন :