Suvendu Adhikari: ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার আগে হটুগঞ্জে তীব্র উত্তেজনা
Tension Arises At Hotugunj:ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার আগে হটুগঞ্জে তীব্র উত্তেজনা। বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগে তোলপাড় এলাকা।
হিন্দোল দে, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে (diamond harbour) শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সভার (meeting) আগে হটুগঞ্জে তীব্র উত্তেজনা (tension)। বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগে তোলপাড় এলাকা। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অফিসও ভাঙচুর হয়েছে বলে পাল্টা দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে RAF।
কী ঘটল হটুগঞ্জে?
এদিন দফায় দফায় উত্তেজনা মাথা চাড়া দিয়েছে হটুগঞ্জে। প্রথমে হটুগঞ্জ বাজারের কাছে তৃণমূলের তরফে অবরোধ করা হয়েছিল। সঙ্গে চলে স্লোগান। তৃণমূলের তরফে বার বার বলা হয়, তারা কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধী। যদিও বিজেপির অভিযোগ, শুভেন্দুর সভায় যাতে কোনও কর্মী-সমর্থক না আসতে পারে সেই কারণেই পরিকল্পনামাফিক এই ব্যবস্থা করা হয়েছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ইট-পাটকেল ছোড়া হয়েছে। একাধিক দোকানে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশবাহিনী নামানো হলেও কিছু ক্ষণ আগে পর্যন্ত যা জানা গিয়েছিল তাতে ছবির মোটেও কোনও পরিবর্তন হয়নি। তৃণমূলের দাবি, স্থানীয়দের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে। গালিগালাজের অভিযোগও উঠেছে।
আর কী...
এদিনের ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। বলেছেন, 'সভা হবেই। তারপর যা ব্যবস্থা নেওয়ার, নেব।’ এর পরই সংযোজন, ‘তৃণমূল যেন মনে রাখে, আরেকটি সভা পূর্ব মেদিনীপুরে হচ্ছে। আমিও চাইলে ২০ জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি।' উল্লেখ্য, কাঁথিতে অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের প্রাণ যায়। বিস্ফোরণস্থল থেকে দেড় কিমি দূরে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়েছে। ঝলসানো দেহ মেলে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার। তৃণমূল কর্মী বিশ্বজিৎ গায়েনের ঝলসানো দেহ মেলে আধ কিমি দূরে। উল্লেখ্য শনিবার কাঁথিতে, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অন্য দিকে, শুভেন্দুর সভায় আসার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। কুলপিতে বিজেপির বাস লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ
ভাঙল বিজেপি কর্মীদের বাসের কাচ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার শাসকদলের।
আরও পড়ুন:পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা' ভূপতিনগরে বিস্ফোরণ নিয়ে ঝাঁঝালো ট্যুইট শুভেন্দুর