TET Recruitment Protest LIVE: মধ্যরাতে কুরুক্ষেত্র করুণাময়ী, চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে বলপ্রয়োগ পুলিশের
TET Protest LIVE: করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।

Background
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ। চাকরির দাবিতে আন্দোলনে অনড় ’১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের।
TET Protest LIVE: জোর খাটিয়ে করুণাময়ী খালি করল পুলিশ
জোর খাটিয়ে করুণাময়ী খালি করল পুলিশ
TET Recruitment Protest LIVE: মধ্যরাতে করুণাময়ীতে তুলকালাম!
মধ্যরাতে করুণাময়ীতে তুলকালাম! জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দিল পুলিশ!!






















