Gaudiya math: গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতার জন্ম সার্ধশতবর্ষ, পুরীতে আসছেন রাষ্ট্রপতি
গৌড়ীয় মঠ ও মিশনের প্রেসিডেন্ট ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রভুপাদের জন্মভিটেয় থাকবেন ১০ মিনিট। গুন্ডিচা মন্দিরে যাবেন।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২০ ফেব্রুয়ারি গৌড়ীয় মঠ ও মিশনের (Gaudiya Math) প্রতিষ্ঠাতার জন্ম সার্ধশতবর্ষ। এই উপলক্ষ্যে ওই দিন পুরীতে (Puri) আসবেন রাষ্ট্রপতি (Ram Nath Kovind)। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন। জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে তিন বছর ধরে চলবে উৎসব।
আগামী ২০ ফেব্রুয়ারি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর একশো পঞ্চাশতম জন্মদিবস। গৌড়ীয় মঠ ও মিশনের (Gaudiya Math) প্রতিষ্ঠাতার জন্ম সার্ধশতবর্ষ স্মরণীয় করে রাখতে, আগামী তিন বছর ধরে নানা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি পুরীতে (Puri) নগরকীর্তন দিয়ে শুরু হবে উৎসব। পরের দিন পুরীতে (Puri) বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতার জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। ওইদিন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে বই প্রকাশ হবে।
গৌড়ীয় মঠ ও মিশনের প্রেসিডেন্ট ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রভুপাদের জন্মভিটেয় থাকবেন ১০ মিনিট। গুন্ডিচা মন্দিরে যাবেন।
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর নামে রাস্তার নাম, আদর্শ গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মঠ ও মিশন (Gaudiya Math)। আগামী ৩ বছর ধরে দেশ ও বিশ্বের নানা দেশে জন্ম সার্ধশতবর্ষ উৎসব উদযাপন চলবে। কলকাতায় হবে সমাপ্তি অনুষ্ঠান। দেশের নানা প্রান্তে বৈষ্ণব ধর্ম ছড়িয়ে দেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। বাগবাজার মঠ তাঁরই হাতে তৈরি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে ফের ভক্তদের জন্য খুলে গিয়েছে কামারপুকুর মঠ। করোনা বিধি মেনে সকালে সাড়ে আটটা থেকে ১১টা এবং বিকেলে সাড়ে তিনটে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে বন্ধ থাকছে প্রসাদ বিতরণ, এমনটাই জানা গিয়েছে।
এর আগে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের জেরে অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল কামারপুকুর মঠ ও মিশন। প্রবেশ বন্ধের নোটিস দিয়েই মন্দির বন্ধ করা হয়েছিল। আগের নোটিসে বলা হয়, পরিস্থিতি অনুকূল হলে দর্শনার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়। তবে কোনও গেস্ট হাউস খোলা থাকছে না। হবে না প্রসাদ বিতরণও। ভক্তরা দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন। প্রায় তেইশ দিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হল। মঠের সিদ্ধান্ত অনুযায়ী, ফের বুধবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে আগে যে নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যে রেখেই মঠ খুলে দেওয়া হচ্ছে।
কোভিডবিধি মেনে মাস্ক পরে মঠে প্রবেশ করতে হবে ভক্তদের, এমনটাই জানানো হয়েছে কামারপুকুর মঠের তরফ থেকে। এদিকে, মঙ্গলবার থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে শিথিল করা হল নিয়ম। তবে মানতে হবে কোভিডবিধি। একই নিয়ম কার্যকর করা হয়েছে কঙ্কালীতলা মন্দিরেও। এবার থেকে প্রতি শনি ও রবিবার বসবে সোনাঝুরি খোয়াই হাট।