Anurag Thakur: 'দেশ জানতে চায়, সাংসদ বিক্রি হলেন কীভাবে?' মহুয়া প্রসঙ্গে মন্তব্য অনুরাগ ঠাকুরের
অপরাধ অস্বীকার করে লুকিয়ে রাখা যায় না। দেশ জানতে চায়, সাংসদ বিক্রি হলেন কীভাবে? শুধু দুর্নীতি নয়, দেশের সুরক্ষাও জড়িয়ে আছে, দ্রুত তদন্ত করে পদক্ষেপ করা উচিত।
কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। 'সংসদীয় কমিটি ডাকলে যাওয়া উচিত। অপরাধ অস্বীকার করে লুকিয়ে রাখা যায় না। দেশ জানতে চায়, সাংসদ বিক্রি হলেন কীভাবে? শুধু দুর্নীতি নয়, দেশের সুরক্ষাও জড়িয়ে আছে, দ্রুত তদন্ত করে পদক্ষেপ করা উচিত। মন্তব্য কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur)। কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্ন করা নিয়ে মহুয়া মিত্রের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসল সংসদীয় এথিক্স কমিটি। রেকর্ড করা হল নিশিকান্ত দুবে ও জয় অনন্ত দেহাদ্রাইয়ের বয়ান। মঙ্গলবার মহুয়া মৈত্রকে তলব করেছে এথিক্স কমিটি।
অপরাধ অস্বীকার করে লুকিয়ে রাখা যায় না। দেশ জানতে চায়, সাংসদ বিক্রি হলেন কীভাবে? শুধু দুর্নীতি নয়, দেশের সুরক্ষাও জড়িয়ে আছে, দ্রুত তদন্ত করে পদক্ষেপ করা উচিত। ৩১ অক্টোবর, সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুক্রবার, এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন কৃষ্ণনগরের (Krishnanagar) সাংসদ।
বৃহস্পতিবার, মহুয়া মৈত্র বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে, প্রথম বৈঠকে বসে লোকসভার এথিক্স কমিটি। অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্রর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইয়ের বয়ান রেকর্ড করা হয়।
এর পরই, ৩১ শে অক্টোবর, মহুয়া মৈত্রকে তলব করে লোকসভার এথিক্স কমিটি। এর পরই এদিন, এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে সময় চান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় তিনি বলেন, সন্ধে ৭টা ২০ মিনিটে আমাকে ইমেল করে ৩১ অক্টোবরের সমনের কথা জানানো হয়।
কিন্তু, তার আগেই সংবাদমাধ্যমে সমনের কথা ঘোষণা করে দেন এথিক্স কমিটির চেয়ারম্যান। সমস্ত অভিযোগ এবং স্বতঃপ্রণোদিত হলফনামাও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত আমার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায়, দিল্লিতে আসা সম্ভব নয়। এই পরিস্থিতিতে, লোকসভার এথিক্স কমিটি কী সিদ্ধান্ত নেয়, মহুয়া মৈত্রকে কি নতুন করে সময় দেয়? এবং মহুয়া মৈত্র সেখানে গিয়ে কী বলেন এখন সেদিকেই সবার নজর।