Jyotipriyo Mallick Arrested: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী, বললেন..
Rathin Protest For Jyotipriyo : প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের।
কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগে (Ration Scam) ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। আর গ্রেফতারির পর ইতিমধ্যেই প্রতিবাদে শহরের রাস্তায় নেমেছে শাসকদলের শীর্ষ নের্তৃত্ব। গতকাল রাস্তায় প্রতিবাদে মিছিল করেছিলেন উদয়ন গুহরা। আজ প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের। একই ইস্যুতে বারাসাত, নৈহাটি, হাবড়া, গোবরডাঙা, বসিরহাটেও মিছিল তৃণমূলের।
প্রসঙ্গত, সম্প্রতি অক্টোবারের শুরুতেই বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও অভিযান চালিয়েছিল ইডি। যদিও সেটা ছিল পুর নিয়োগ দুর্নীতি মামলার ইস্যু। এখানে প্রেক্ষাপট বা মামলার বিষয় আলাদা হলেও, সেই কেন্দ্রীয় এজেন্সির হাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বিষয়টা হচ্ছে যে, 'আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকার জন্য, দিল্লি অবধি আন্দোলন করেছিলেন। তারপর রাজভবনের সামনেও আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে ইডি -সিবিআই-র অভিযান চালানো হচ্ছে। আগের দিন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে। এর প্রতিবাদেই আমাদের এই মিছিল।'
গতকাল তৃণমূল নেতাদের সিবিআই-ইডি দিয়ে হেনস্থা ও গ্রেফতারির প্রতিবাদে দিনহাটায় (Dinhata) মিছিল করেছিলেন উদয়ন গুহ (Udayan Guha)। বিজেপি নেতারাও বাড়ি থেকে বেরোতে পারবে না, হুঁশিয়ারিও দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতপরশু রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন।
আরও পড়ুন, জ্যোতিপ্রিয়-র হৃদযন্ত্র ও রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, চিকিৎসকদের প্রশ্ন..
জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই উত্তাল রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে হত্যার আশঙ্কাপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।' রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর, এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।