Chicken Price: দু-শো পার, বিয়ের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে মুরগির মাংসের দাম
সরকারি ন্যায্য মূল্যের দোকানেও মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে।
কলকাতা: চড়চড় করে বাড়ছে মুরগির মাংসের দাম। খোলা বাজারে ইতিমধ্যেই কাটা মুরগির বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যেখানে পাইকারি বাজারে গোটা মুরগির দাম ১২৩ টাকা। সরকারি ন্যায্য মূল্যের দোকানেও মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। বিয়ের মরশুমে আগামী কয়েকদিনে মুরগির মাংসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। দামের ঠেলায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে।
উল্লেখ্য, এর আগে রবিবার শীতল ষষ্ঠীর দিনও বাজার দর পৌঁছে গিয়েছিল চরমে, এই দিন বাঙালিদের ঘরে ঘরে হয় গোটা সিদ্ধ রাঁধার উৎসব। নানা সবজি লাগে এই বিশেষ উপকরণে। তাই বাণীবন্দনার দিন বাজারে আগুন। শাকসব্জি, ফলমূল থেকে ফুলের মালা, সবকিছুরই আকাশছোঁয়া দাম ছিল। বাজার করতে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। এক নজরে রইল দামের তালিকা (কেজি প্রতি)।
- টোপা কুল ১৫০ টাকা
- নারকেল কুল ২০০ টাকা
- আপেল, পেয়ারা ১৫০টাকা
- , বেদানা ২০০ টাকা
- শসা ও শাঁকালু ৪০-৬০ টাকা
গোটা সেদ্ধর সবজির জন্য - ছোট বেগুন ৮০ টাকা
- রাঙা আলু ৮০ টাকা
- সাদা সিম ১০০ টাকা
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেলের দাম বেড়ে হয়েছে ৯৩ ডলার। কিন্তু গত বছরের দীপাবলির পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ২০১৪-র পর এই প্রথম বিশ্ববাজারে অশোধিত তেলের দাম এই রেকর্ড স্তরে পৌঁছছে। এরপরও আজও দেশে জ্বালানির দামে কোনও বদল ঘটানো হয়নি। কলকাতা সহ দেশের অন্যান্য শহরগুলিতে জ্বালানির দামে আজও কোনও বদল ঘটানো হল না। প্রতিদিনের মতো এদিনও সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল ঘটানো হয়নি। কলকাতায় আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা (Petrol-Diesel Price Today 09 February 2022 In Kolkata)।