21 July: ডেঙ্গি-প্রতিরোধের বার্তায় মশা রূপে, ধর্মতলায় হাজির তৃণমূল কর্মী
West Bengal News: ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। ২১ জুলাই উপলক্ষে মঞ্চের সামনে ভিড়।
কৃষ্ণেন্দ অধিকারী, কলকাতা: ২১-র সভা থেকে ডেঙ্গি-প্রতিরোধের বার্তা (Dengue)। ডেঙ্গির মশা সেজে ধর্মতলায় এসেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার এক তৃণমূল কর্মী। সাইকেল চালিয়েই এসেছেন কলকাতায়।
ডেঙ্গি-প্রতিরোধের বার্তা: সবে বর্ষার শুরু। এরই মধ্য়ে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। এবছরের শুরু থেকে, জুন মাসের ৩০ তারিখ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৫০। আক্রান্তের সংখ্য়ার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আর সবচেয়ে কম আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনায়। আর সেই ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা এবার তৃণমূলের মেগা সমাবেশে। মশা সেজে ধর্মতলায় হাজির হয়েছেন এক তৃণমূল কর্মী। চন্দ্রকোণার বাসিন্দা ওই তৃণমূল কর্মী বলেন, " রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসেছেন। আমি সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য মশা সেজেছি।''
উত্তরকে কাঁদিয়ে ছাড়লেও দক্ষিণে সেভাবে সদয় হয়নি বর্ষা। মাঝে মাঝে ঝমঝম করে নামলেও কখনও ঝরছে ইলশেগুঁড়ি। সব মিলিয়ে বর্ষা সেভাবে জাঁকিয়ে শুরুই হয়নি। এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চলতি সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এবছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। যদিও কারও মৃত্যুর খবর নেই। এবিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়ার ওপর বছরভর নজরদারি বাড়ানো নিয়ে জুন মাস থেকেই দফায় দফায় বৈঠক হয়েছে। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই মেডিক্যাল কলেজগুলিকে পরিচ্ছন্নতা ও জমা জল জল দিয়ে সতর্ক করা হয়েছে।
ডেঙ্গির উপসর্গ: চিন্তার বিষয় হল, এবার ডেঙ্গি আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন উপসর্গ। যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদেরও। সাধারণত ডেঙ্গির ক্ষেত্রে ধুম জ্বর, মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা, শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। কিন্তু, এবার অনেক ডেঙ্গি আক্রান্তের মধ্যে পেটে ব্যথা ডায়েরিয়ার মতো উপসর্গও দেখা যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 21 July: জলখাবারে মুড়ি-ঘুগনি, দুপুরের মেনুতে কী? পিকনিকমুডে তৃণমূলের কর্মী সমর্থকরা