Abhishek Banerjee: অভিষেকের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন ! 'অসন্তুষ্ট দল..'
Santanu Sen Suspended Abhishek Virtual Meet: সাসপেন্ডেড, তাও কীভাবে অভিষেকের মেগা বৈঠকে? কী বলছেন শান্তনু সেন ?

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন! শনিবারের বৈঠকে প্রাক্তন তৃণমূল সাংসদের উপস্থিতি ঘিরে বিতর্ক । সাসপেন্ডেড, তাও কীভাবে অভিষেকের মেগা বৈঠকে? প্রশ্ন তৃণমূলের অন্দরেই।
বৈঠকের লিঙ্ক পেয়ে যোগদান, উপস্থিতির কথা স্বীকার করে দাবি শান্তনুর। সূত্র মারফৎ খবর, দলের কাছ থেকেই অভিষেকের বৈঠকে যোগদানের লিঙ্ক, দাবি শান্তনু সেনের। আর জি করের আন্দোলনের সময় শান্তনু সেনের ভূমিকায় অসন্তুষ্ট ছিল দল । গত ১০ জানুয়ারি দল থেকে সাসপেন্ড হন প্রাক্তন তৃণমূল সাংসদ।
বছরের শুরুতেই দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল শান্তনু সেনকে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেসময় জানিয়েছিলেন, এরা দলের শৃঙ্খলা-বিরোধী নানারকম কাজ করছিলেন। যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, 'তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছে।'
বছরের শুরুতেই দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল শান্তনু সেনকে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেসময় জানিয়েছিলেন, এরা দলের শৃঙ্খলা-বিরোধী নানারকম কাজ করছিলেন। যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, 'তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছে।'
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনার পর, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন শান্তনু সেন। তারপর তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শান্তনু সেনের নিরাপত্তাও তুলে নেয় রাজ্য সরকার। তার পরেও আরও ডানা ছাঁটা হয় তাঁর। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত করা হয় শান্তনু সেনকে। NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সম্প্রতি ফের আইএমএ বাংলা শাখার রাজ্য সম্পাদক নির্বাচিত হন শান্তনু সেন।
আরও পড়ুন, আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















