Saokat Molla Pilot Car Incident: 'সওকত মোল্লাকে ছাড়ব না, গরিব বলে আমাদের জীবনের মূল্য নেই ?' ক্ষোভে ফুঁসছে নিহত বাইক আরোহীর পরিবার
Saokat Molla News: নিহতের পরিবারের ক্ষোভ, এর মধ্য়ে একবারও তাঁদের খোঁজ নেননি ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।

হিন্দোল দে : তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়ে পুলিশের পাইলট কারের ধাক্কায় মৃত বাইক আরোহী। ন্যায়বিচার চাইছে মৃতের পরিবার। তাদের প্রশ্ন, যেখানে সাধারণ মানুষ ট্রাফিক আইন ভাঙলে সঙ্গে সঙ্গে মামলা রুজু হয়, সেখানে রেজিস্ট্রেশন বাতিল, ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয়ে চলছিল কীভাবে? পুলিশ বলেই কি ছাড়? প্রশ্ন তুলেছে সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত বাইক আরোহীর পরিবার। তাদের প্রশ্ন, দুর্ঘটনাস্থলের কাছেই ছিল রুবি জেনারেল হাসপাতাল, তাহলে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে বিভিন্ন সরকারি হাসপাতালে ঘোরানো হল কেন? পাশাপাশি, এত বড় দুর্ঘটনার পরেও কলকাতা পুলিশ বা তৃণমূল বিধায়ক সওকত মোল্লার তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় বেঘোরে মৃত্য়ু হয়েছে স্বামীর। স্বজন হারানোর সেই যন্ত্রণা ঠিকরে বেরোচ্ছে স্ত্রীর বুক ফাটা কান্নায়। গাড়ির ধাক্কায় নিহত মহম্মদ তাজউদ্দিন বাড়ির একমাত্র রোজগেরে সদস্য়। বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী, তিন সন্তান এবং পক্ষাঘাতগ্রস্ত ভাই। এতগুলো মানুষের অন্ন সংস্থান হত তাজউদ্দিনের রোজগারে। মঙ্গলবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়ে থাকা, কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় সেই মানুষটা বেঘোরে প্রাণ হারিয়েছেন! তা-ও এমন একটি পুলিশের গাড়ি, যার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে সেই ২০২৪ সালের অগাস্টে।
এই মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে একটা দিন। নিহতের পরিবারের ক্ষোভ, এর মধ্য়ে একবারও তাঁদের খোঁজ নেননি ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। মৃতের আত্মীয় বলেন, "আমরা গরিব বলে আমাদের কোনও জীবনের মূল্য নেই ? ওদের কাছে। কোনও খবর নিল না। এত বড় দুর্ঘটনা। একবারও এসে তারা কোনও খবর নিল না। কেমন মানুষ ? আমার এর বিচার চাই। আমরা কিছু চাই না, আমাদের লোকের বিচার চাই। যাই হয়ে যাক আমরা সওকত মোল্লাকে ছাড়ব না। এর আমরা বিচার চাইব সওকত মোল্লার কাছ থেকে। কোনওরকম যোগাযোগ করেনি। একদম পুরো সওকত মোল্লাকে তো আমরা চাইই।"
ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, "পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। পরিবারে দুই-একজন আত্মীয় আছেন, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমরা বলেছি, শেষকৃত্য সম্পন্ন হয়ে যাক, নিশ্চিতভাবে আমরা কথা বলে, আমার যতটুকু দাঁড়ানোর দরকার, ততটুকু দাঁড়াব।"
মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা। ঘটকপুকুরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বামনঘাটার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে যায় কনভয়ে থাকা কলকাতা পুলিশের একটি পাইলট কার। সজোরে গাড়িটি ধাক্কা মারে একটি মোটরবাইকে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে, যে মোটরবাইক আরোহী গাড়ির ওপরে উঠে যান! এরপর একটি লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে, দুমড়ে মুচড়ে যায় কলকাতা পুলিশের গাড়িটি। মহম্মদ তাজউদ্দিন (৪৭) নামে মোটরবাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে। কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে সওকত মোল্লা বলছেন, "বাইকের গতিও ছিল, বাইক ভিতরে ঢুকে গেল কিন্তু ওই লোকটি ভল্ট খেয়ে উপরে উঠে গেল, আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে, যিনি মারা গেছেন, ওঁকে সঙ্গে সঙ্গে আমরা পিজি হাসপাতালে পাঠিয়ে দিই, তারপরে সেখানে চিকিৎসা হয়, পরবর্তীকালে মারা যান, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।"
নিহতের স্ত্রী অবশ্য প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার পর আহত তাজউদ্দিনকে দ্রুত কাছে কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন ?






















