Kalyan On TMC: বিরোধীদের থেকে বেশি 'এই লোকেদের ভয়' পান কল্যাণ ! দলেরই একাংশকে নিশানায় পাশে পেলেন কুণালকেও ?
Kalyan Banerjee On TMC Got Support Of Kunal:দলেরই একাংশকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক কী অভিযোগ তৃণমূল সাংসদের ?

কলকাতা: তৃণমূল-পন্থী সংগঠন বলে পরিচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়ে দলেরই একাংশকে নিশানা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু লোক দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। এই ইস্যুতে কুণালকে পাশে পেয়েছেন তিনি।
আরও পড়ুন, সাদা বাড়ির দোতলার জানালায় ভয়াবহ দৃশ্য, দাউদাউ আগুন সল্টলেকের CE ব্লকের ৮৬ নম্বর বাড়িতে !
বিরোধীদের থেকে বেশি এই লোকেদের ভয় পান বলেও জানান কল্যাণ। কুণাল ঘোষেরও প্রশংসা শোনা যায় তার মুখে। দলের একাংশের বিরুদ্ধে সমালোচনার ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন কুণাল ঘোষ। অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
প্রসঙ্গত, অতীতেও কল্যাণের নিশানায় পড়েছেন দলের একাধিক ব্যাক্তিরা। সম্প্রতি তৃণমূলে দুই সাংসদের বেনজির সংঘাত প্রকাশ্যে এসেছিল। তৃণমূল সাংসদ সৌগত রায়কে নারদার চোর বলে আক্রমণ করেছিলেন, তাঁরই দলের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়! একধাপ এগিয়ে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়কে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েলেন সৌগত রায়। সৌগত রায় বলেছিলেন, আমাদের দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। একেবারেই হওয়া উচিত নয়।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ওর জন্য তো ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। তৃণমূলে তোলপাড়! দুই সাংসদের বেনজির সংঘাত...। কোনও বিরোধী নয়, তৃণমূল সাংসদ সৌগত রায়কে নারদার চোর বলে আক্রমণ করেছিলেন, তাঁরই দলের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়! আর সেখানেও বাগযুদ্ধ থামল না! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে নাকি, এ পিছনে লাগা ওর পিছনে লাগা। একবার এখানে লাগিয়ে দেয়, একবার ওখানে লাগিয়ে দেয়।
সেসময় সৌগত রায় বলেছিলেন, 'দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্য়াণ এর মধ্য়েই একটা সুনাম অর্জন করেছে।' বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা ভিডিওতে, তৃণমূলের সংসদীয় দলের কোন্দল সামনে চলে এসেছে। এই প্রেক্ষাপটে, নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকার সমালোচনা করেছিলেন সতীর্থ সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, হয়তো কারও হাতে বেশি ক্ষমতা চলে যাওয়ায় তিনি অপব্যবহার করেছেন।























