Rachana Banerjee: 'রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল' ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? 'অভিষেক আইকন..'
TMC MP Rachana On Summer Diet Health Meet: হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বৈঠকের পর বড় বার্তা রচনার, কী বললেন TMC সাংসদ ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রোগা হওয়ার জন্য বেস্ট হল গরমকাল। সরবত ফল দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ সাংসদ রচনার। স্বাস্থ্য নিয়ে কাজ, তার প্রথম প্রায়োরিটি। বলতে গিয়ে বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় আইকন, গাইড।'
'চিকিৎসকের অভাব আছে।সেটা কীভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে..'
আজ হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে বলেন, স্বাস্থ্য আমার প্রাথমিক কাজ।আমার সংসদ এলাকার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন করব।তবে চিকিৎসকের অভাব আছে।সেটা কীভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ গরীব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন। সেটা দেখেই তার এলাকায় স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্যোগ কিনা সে প্রশ্নের জবাবে রচনা বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন আইকন ও আমাদের পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে।সেই পথ হয়ত আমরা অতিক্রম করতে পারব না।কিন্তু তার সিকি ভাগও যদি করতে পারি সেটাও অনেক।নিশ্চিতভাবে তিনি একজন গাইড।'
'হাসপাতাল বাড়াবো, বেড বাড়াবো ,হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে'
জেলায় স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের অভাব আছে জানিয়ে সাংসদ বলেন, 'হাসপাতাল বাড়াবো। বেড বাড়াবো ।হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে। পরিকাঠামো উন্নয়ন হবে।কিন্তু ডাক্তার না থাকলে সবটাই ফিকে পড়ে যাবে।ডাক্তারই আসল । গতবার যখন প্রচার করেছি তখন খুব গরম ছিল।এখনও সেই গরম পড়েনি।তবে ২৬ এর নির্বাচনের সময় গরম বাড়বে। তখন অবশ্য লরি করে জিপে করে ঘুরতে হবে না।মানুষের কাছে কাছে যাওয়া সেটা পরের বছর হতে চলেছে।আবার বিধানসভা ভোট আসছে দেখবেন পরের বছর কি গরমটা পড়ে !' গরমকাল হল সবচেয়ে ভাল সময় রোগা হওয়ার জন্য।ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য শরবত ফল দই খান।মনে আনন্দ রাখুন শরীর মন সব ঠিক থাকবে।
আরও পড়ুন, হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ !
গতবছরই এই জেলারই গ্রামীণ হাসপাতাল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, গতবছরই এই জেলারই গ্রামীণ হাসপাতাল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। চিকিৎসক ছাড়াই টেকনিশিয়ান দিয়ে ইউএসজি করানোর অভিযোগ উঠেছিল। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যা নিয়ে বড়সড় শোরগোলও তৈরি হয়েছিল সেবার। তারপরেই রিনিউয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে শোকজ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছিলেন CMOH।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
